এই মুহূর্তে




কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে সম্পন্ন গণতর্পণ, হল বিশেষ পুজোও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শাস্ত্রীয় বিধি মেনে কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার সকালে আয়োজিত হয় গণতর্পণ। পিতৃ তর্পণে অংশ নেন ১৫০ জন শ্রদ্ধেয় ব্যক্তি।  চিরাচরিত রীতি মেনে ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে আজ আয়োজিত হয় গণতর্পণ। মূল মন্দিরে পূজা এবং সমবেত প্রার্থনার পর হয় গণতর্পণ।

রবিবার সকালে প্রথমে দেব তর্পণ, তারপর মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য তর্পণ, যম তর্পণ এবং তার পরে পিতৃ তর্পণ করা হয়।  রবিবারের সকালে মূল মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়।  রাধা-কৃষ্ণ, ভগবান শিব, দেবী কালী এবং ভক্তদের অনুভবে যিনি বহিরঙ্গে শিব, অন্তরঙ্গে বিষ্ণু – সেই মহর্ষি নগেন্দ্রনাথের পুজো কর হয়। সঙ্গে তাঁর মানসপুত্র ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের ত্যাগী শিষ্য ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজেরেও পুজো করা হয় নিষ্ঠাভরে। এদিন যারা তর্পণ করছেন তাঁরা ছাড়া অন্যান্য ভক্তেরা পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান।

এই গণতর্পণ পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল, শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর। সহযোগিতায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য, সমর চট্টোপাধ্যায় এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস। মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “মহর্ষি নগেন্দ্রনাথ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর নির্দেশিত সনাতন ধর্মের রীতি-নীতি পালনের আদর্শ অনুসরণ করে তর্পণ মন্ত্রের ‘তৃপ্যন্তু সর্বমানবা’ – ভাব সামনে রেখে আমাদের মঠে প্রতিবছরই গণতর্পণের আয়োজন করা হয়। এ বছরও সেই রীতি বজায় রাখা হয়েছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জলমগ্ন শহরের ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও ছেলের পচাগলা দেহ, চাঞ্চল্য বাঁশদ্রোণীতে

‘১৯৭৮ সালের থেকেও বড় দুর্যোগ’, দাবি মমতার

১২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও জলবন্দি তিলোত্তমা, বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯

বুধবার থেকে দুর্যোগ কমলেও,পঞ্চমী তিথিতে ফের গভীর নিম্নচাপ সৃষ্টি হবে

জলমগ্ন কলকাতা, নামী মণ্ডপগুলির অবস্থা কেমন জেনে নিন

জলে বন্দি নগরজীবন, মঙ্গলবারের পুজো উদ্বোধন কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ