এই মুহূর্তে




পুজোয় সাইবার সুরক্ষায় তৈরি হচ্ছে আলাদা কিয়স্ক, জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার পর থেকেই রাজ্যজুড়েই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। সেই মতো পুজো শুরুর আগেই ট্র্যাফিক সচেতনতা নিয়ে থিম সং লঞ্চ করল কলকাতা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানের জন্যে পিটিএস অডিটোরিয়ামে হাজির হয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ সং লঞ্চ করল কলকাতা ট্র্যাফিক পুলিশ। পাশাপাশি প্রত্যেক বছরের মতো এই বছরও পুজোর গাইড ম্যাপ লঞ্চ হল। যেখানে কলকাতার সমস্ত পুজোর মণ্ডপের ম্যাপ রয়েছে। ডিজিটাল ম্যাপে কলকাতা ট্র্যাফিক পুলিশের ট্র্যাফিক রিভিউ থাকবে। এছাড়াও সাইবার নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার সেফটি ১৮ টি সাইবার কিয়স্ক তৈরি করা হয়েছে। যা ওয়েবসাইট পাওয়া যাবে। ছোট শিশুদের জন্য আইডি কার্ড করা হয়েছে। সেখানে শিশুদের আইডি কার্ড নতুন ভাবে তৈরি করা হয়েছে।

সাইবার সচেতনতার জন্য একটা ভিডিও বার্তা থাকবে। সাইবার ক্রাইমের প্রতি মানুষকে সচেতন করার জন্য লিফলেট প্রকাশিত হয়েছে। প্রতেকটি পূজা বন্ধু অ্যাপ লঞ্চ করা হয়েছে। যেখানে দর্শনার্থীরা পুজোর পার্কিং এবং পাণ্ডল হপিং তথ্য পেয়ে যাবেন। পুজো গাইড ম্যাপ লঞ্চ হয়েছে। যা আইওসিএল সহযোগিতায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সমস্ত পুলিশ আধিকারিক লঞ্চ করেছেন। যেখানে কলকাতার ২৫০ টি পুজো মণ্ডপের গাইড থাকবে। এদিন প্যান কলকাতা প্রত্যেকটি পুজোর মণ্ডপের গাইড ম্যাপ উন্মোচন করেছেন নগরপাল। আইডি ব্যাচ ও লঞ্চ করেছেন মনোজ কুমার ভার্মা। ট্র্যাফিক রিভিউ বুলেটিন বুক ও লঞ্চ করা হয়েছে। আগামী দিনে ট্র্যাফিক সচ্ছল রাখতে গিয়ে কি করা হবে সবটা ট্র্যাফিক রিভিউ বুলেটিন বুকে দেওয়া হয়েছে। পুজো বন্ধু অ্যাপ প্লেস্টোর থেকে ডাউনলোড করা যাবে। যেখানে চতুর্থী থেকে ছবি আপলোড হবে সমস্ত পুজো মন্ডপের।

পুজো বন্ধু অ্যাপ ইন্সটল করলে মোবাইল নম্বর চাইবে। তার গাইড রুট ম্যাপ পাওয়া যাবে। তার জন্য পাসওয়ার্ড লাগবে না। কলকাতায় প্রায় ১০০-এর পুজোর মণ্ডপ রয়েছে, কোন প্যান্ডেলে কীভাবে যাবেন, তার পরিবহন ব্যবস্থা ম্যাপে দেওয়া হয়েছে। এখানে সব রুট দেখা যাবে কীভাবে যাবেন। বাস স্ট্যান্ড, মেট্রো পেট্রোল পাম্প, এটিএম কোথায় আছে সব পাওয়া যাবে। এছাড়া বাংলা এবং ইংরেজি টে গাইড ম্যাপ পাওয়া যাবে। এই ম্যাপে ফিডব্যাক দিতে পারবেন সাধারণ মানুষ। কোথায় কী পার্কিং ব্যবস্থা, পাবলিক টয়লেট, মেট্রো স্টেশন আছে, সবটা থাকবে। সাইবার নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি টি শার্ট লঞ্চ করা হয়েছে। এগুলি সাইবার ভলান্টিয়ারদের জন্য লঞ্চ করলেন নগরপাল-সহ সমস্ত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। সাইবার সচেতনতার জন্য লিফটলেট লঞ্চ করা হয়েছে। যেখনে সাইবার নিরাপত্তাজনিত তথ্য থাকবে। পুজোর দর্শনার্থী সংগ্রহ করতে পারবে এই লিফটলেটগুলি। একটা ডিজিকেট ওয়েব পেজ তৈরি করা হয়েছে।

যার মাধ্যমে সাইবার অপরাধ রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে, তার সমস্ত তথ্য রয়েছে। প্রতারনা কৌশল এড়াতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে সেটাও এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। তিনি বলেন, ”সাইবার সুরক্ষায় তৈরী হচ্ছে আলাদা কিয়স্ক। পুজোর মধ্যেও সাইবার ক্রাইমের হাত থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি সাধারণ মানুষের সুবিধাই হবে। দুর্গাপুজোর অ্যাপে পার্কিং নিয়ে বিশেষভাবে বলা আছে। দুর্গাপুজোর আগে এখনও সব অফিস খোলা আছে, সবাই মার্কেটিং করছে তাই থানা ও ডিভিশন স্তরে ট্রাফিকে যাতে কোন সমস্যা না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। উৎসবে মরশুমে বিষয়টি সত্যিই চিন্তার তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন টিম এই ইস্যুতে কাজ করছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতা সহ একাধিক জেলায় গুলি চলার ঘটনা ঘটেছে। সঙ্গে বেআইনি অস্ত্র পাচারের ইস্যুও রয়েছে। ইতিমধ্যে বহু জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারও করেছে পুলিশ। সব কিছুকে মাথায় রেখে পুজো বন্ধু লঞ্চ করল কলকাতা পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আনোয়ার শাহ রোডে আগুন, দাউ দাউ করে জ্বলছে হোটেল

মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়ে ভস্মীভূত লরি, কেবিনেই আটকে চালক

ইডির দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, তদন্তে সহযোগিতার আশ্বাস

নলিন সরকার স্ট্রিটের ভাবনায় ‘রূপান্তর’, শিল্পী সনাতনের হাতে সেজেছেন অষ্টাদশী নৃত্যরতা দুর্গা

বানভাসি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সিইএসসির রিপোর্ট তলব হাইকোর্টের

ফেলে দেওয়া জিনিস দিয়ে মাত্র ৩০০ টাকায় ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাল দুই স্কুল পড়ুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ