এই মুহূর্তে




মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়ে ভস্মীভূত লরি, কেবিনেই আটকে চালক

নিজস্ব প্রতিনিধি, সাগরদিঘি: চলন্ত লরিতে ভয়াবহ আগুন। সাগরদিঘির জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ১২ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে ২টি লরি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল।

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড  মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে। চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হয় লরি চালকের। অন্য লরির চালক ও খালাসিরা গুরুতর আহত বলে খবর দমকল সূত্রে। উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠিয়েছে দমকল। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয়। তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায়।

জানা গিয়েছে, একটি বালি বোঝাই লরি অসমের দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে আসছিল ছিল একটি চা বোঝাই লরি। চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরিটি রাস্তার ভুল দিক দিয়ে আস্তে শুরু করে। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর তারপরেই চা বোঝাই লরিতে আগুন ধরে যায়।

এই অগ্নিকাণ্ডে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখদিঘি এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই। তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরে। তবে এবার পন্যবোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ থাকে যানচলাচল। যে কারণে যানজট তৈরি হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জগৎবল্লভপুরে পাওনা টাকা শোধের জন্য মহিলাকে কিডনি বিক্রির চাপ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ