এই মুহূর্তে




ইডির দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, তদন্তে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত সময়ে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে প্রবেশ করার সময় তিনি জানিয়েছেন, তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। যা যা জানতে চাওয়া হবে সবটাই তিনি জানাবেন।

বুধবার বিশেষ ইডির আদালত তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রেখেছিল। ইডি হেফাজতে চাইলেও, তা মানেনি আদালত। ইডি হেফাজতে না রেখে, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সকালেই হাজির হয়ে গিয়েছেন ইডির দফতরে।বুধবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পায়নি ইডি। চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি দিয়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রাখল বিশেষ ইডি আদালত।

আদালত জানিয়েছিল, ২৫ ও ২৬ তারিখ ইডি দফতরে হাজিরা দেবেন কারামন্ত্রী। ওই দুইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। সেই সময় জিজ্ঞাসাবাদ শেষ না হলে, প্রয়োজন মনে করলে এরপরেও ডাকতে পারবে ইডি। আদালতে এদিন অন্তর্বর্তী জামিন বজায় রাখা হয়েছে। আদালত থেকে বেরিয়ে কারা মন্ত্রী বলেছেন জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। আইনের ওপর তাঁর ভরসা রয়েছে। কারামন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হবে। বিচারক আরও নির্দেশ দিয়েছেন, ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারলে রাজ্য়ের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে ইডি। ইতিমধ্যে ইডির দফতরে চলে গিয়েছেন কারামন্ত্রী। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

বাগুইআটিতে ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর, দমদম পার্কে বসছে বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ