এই মুহূর্তে




আনোয়ার শাহ রোডে আগুন, দাউ দাউ করে জ্বলছে হোটেল

নিজস্ব প্রতিনিধি: আনোয়ার শাহ রোডের কাছে একটি হোটেলে আগুন। দাউ দাউ করে জ্বলছে হোটেল। ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। হোটেলের চারতলায় আগুন লাগে। নীচে এসির কাজ চলছিল। সম্ভবত সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। হোটেলের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা জানার চেষ্টা চলছে।

জনবহুল এলাকার মধ্যে হোটেলে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ৪৫ মিনিট পার করেও এখনও পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্যই চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। জানা যাচ্ছে হোটেল থেকে সবাইকে বের করে আনা হয়েছে। কিন্তু তারপরেও কেউ কোথাও রয়েছেন কিনা তার জন্য খোঁজ চালাচ্ছে দমকল। আগুন কিভাবে লাগলো তা এখনো নিশ্চিত যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি সম্পর্কে আরও জানা যাবে। তবে রুফটপে অস্থায়ী নির্মান চলছিল বলে খবর। সেখান থেকেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগেই বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একাধিক ঝুপড়ি। জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের পিছনের অংশের গলিতে আগুন লেগেছিল। প্রথমে  স্থানীয়রাই এই আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সব কিছু গ্রাস করে নেয় লেলিহান শিখা। মিটারঘর থেকে আগুন লেগেছিল। কারখানা বলে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রাখা ছিল। তার ফলে আগুন ছড়িয়ে পড়ে খুব সহজেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

বাগুইআটিতে ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর, দমদম পার্কে বসছে বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ