এই মুহূর্তে




50MP ক্যামেরা ও দুর্দান্ত ফিচার সহ বাজারে এল Samsung-র নতুন ফোন

নিজস্ব প্রতিনিধি : রিয়েলমি, রেডমি, ওয়ানপ্লাস, অ্যাপেলের iphone এমনকি স্যামসাংও প্রতিমুহূর্তে নিজেকে আপগ্রেটেড করে চলেছে। এ বলে আমায় দেখ, তো অন্যজন বলে আমায়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রায়ই নিজেদের নতুন নতুন ফোন বাজারে নিয়ে আসছে মোবাইল সংস্থাগুলো। শুক্রবার বাজারে নতুন ফোন নিয়ে এল স্যামসাং। ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy m17 5G।

এই স্মার্টফোন সংস্থার অফিসিয়াল স্টোরে বিক্রি হচ্ছে। এই ফোন তার পুরনো ভার্সন Samsung Galaxy M16 5G এর থেকে বেশ কিছুটা আপগ্রেডেড। ১৫ হাজারের কম বাজেটে মোবাইলটি লঞ্চ করা হয়েছে। তিন স্টোরেজ সিস্টেমে ফোনটি লঞ্চ করা হয়েছে।4GB RAM+128GB স্টোরেজের মোবাইলটির দাম ১২,৪৯৯ টাকা। কিন্তু অফারের কারণে এটি বিক্রি হচ্ছে ১১,৯৯৯ টাকায়।পাশাপাশি 6GB RAM+128GB স্টোরেজের ফোনের দাম ১৩,৯৯৯ টাকায়। 8GB+128GB স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকায় বিক্রি করা যাবে। ওয়েবসাইটের পাশাপাশি রিটেল স্টোর ও অ্যামাজনেও এই ফোন কিনতে পাওয়া যাবে। গ্রাহকরা এই ফোন দুটি রঙে কিনতে পাওয়া যায়, যথা- মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক। গ্রাহকরা নো-কস্ট ইএমআই বিকল্প এবং ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্টে ছাড় পাবেন। শুক্রবার এটি মার্কেটে এলেও আগামী সোমবার থেকে এটি বিক্রি শুরু হবে।

ফিচারের কথা বললেই এই স্মার্টফোনে AMOLED ডিসপ্লে থাকবে। সংস্থা এই ফোনটি samsung galaxy m16 5 জি এর সাকসেসর হিসেবে লঞ্চ করবে। সূত্রের খবর, এই ফোনে ৬.১৭ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে। যারা গরিলা গ্লাস উইকটাস প্রটেকশন সহ থাকবে। ফোনটি আইপি-ফি ৫৪ রেটিং সহ আসবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল থাকবে। পাইপ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্থ এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে এতে। ক্যামেরাটি ওআইএস সাপোর্টে থাকবে। কোনটির ফ্রন্ট ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেলের। মনে করা হচ্ছে এই ফোনটি ১৫ হাজারের কম দামে আসতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীপাবলিতে বাম্পার সুযোগ, মাত্র কয়েক হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসা

ধামাকা অফার! কোথায় পাবেন ১৫ হাজারের কমে Samsung Galaxy-র স্মার্টফোন?

শক্তিশালী প্রসেসর সহ 7000mAh ব্যাটারি নিয়ে বাজারে নতুন ফোন আনছে iQOO, কবে?

Paytm, PhonePe-কে টক্কর দিতে হাজির Zoho পেমেন্টের স্মার্ট ডিভাইস!

AI এর নতুন কেন্দ্র ভারত, ChatGPT-এর পর এবার বেঙ্গালুরুতে আসছে Anthropic

সোনার সঙ্গে জোর টক্কর, দেড় লাখ ছাড়াল রুপোর কেজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ