এই মুহূর্তে




অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নম্বর প্লেট, রেজিস্ট্রেশন না করলে ‘নো এন্ট্রি’

নিজস্ব প্রতিনিধি : টোটো এবং অটো দুইয়ের দৌরাত্ম্য নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো ও অটোর রেষারেষি ও দৌরাত্ম্যের খবর পাওয়া যায়। এবার অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই দৌরাত্ম্য ঠেকাতে বড়  সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নম্বর প্লেট দেওয়া হবে। বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে এই নম্বর প্লেট দেওয়া হবে।

রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই নম্বর প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যে কত সংখ্যক টোটো চলে তার হিসেব নেই পরিবহন দফতরে। এই টোটো নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ উঠেছে। এখন অনেকেই টোটকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অনেকেই এই জীবিকার মাধ্য়মে সংসার চালান। তাই এই টোটো বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টোটো আসার পরে অটোর জীবিকায় কিছুটা হলেও টান পড়েছে। তাতেই সমস্য়ার সৃষ্টি হয়েছে। সেই কারণে নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দফতর। টোটোর অবাধ যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

মন্ত্রী বলেছেন, সমস্যার সমাধান করতে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই কাজ শুরু হয়েছে। কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোতে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। তারজন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে।  ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি একসঙ্গে কাজ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অন্য কোনও টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে। তিনি জানিয়েছেন, ন্যাশনাল ও স্টেট হাইওয়ে তে টোটো চলাচল করবে না।

জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে হাজার  টাকা। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা দিতে হবে। টোটো চালকদের বিমার আওতাতেও নিয়ে আসা হবে। একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,দিঘাগামী পর্যটকদের গাড়ি আটকে রয়েছে

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ