এই মুহূর্তে




বাড়িতে তুলসী গাছ লাগিয়ে করুন একটি কাজ, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার

নিজস্ব প্রতিনিধি: তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই যারা বাড়িতে তুলসী গাছ রোপন করেন তাঁরা তাঁর আশীর্বাদ লাভ করেন। যদি তুলসী গাছে প্রচুর মঞ্জরী এসে থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তুলসী গাছে যত বেশি মঞ্জরী ধরে, তত বেশি তা ভাল বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়।

তুলসী গাছের মঞ্জরী অত্যন্ত শুভ এবং বিশেষ। এগুলি আসলে কুঁড়ি। তাই তুলসী গাছে মঞ্জরী আসার অর্থ বাড়ি এবং পরিবারের উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষণ। তদুপরি যেটা না বললেই নয় সেটি হল, তুলসী গাছের মঞ্জরী সম্পদকে আকর্ষণ করে। তাই মঞ্জরী এলে তার বিশেষ যত্ন নেওয়া উচিত। যদি তুলসী গাছে অতিরিক্ত মঞ্জরী আসে আর তা ঝরে ঝরে নীচে পড়ে যায় তবে তা পরিষ্কার করে দেওয়া উচিত। তুলসী গাছের নীচ কখনও অপরিচ্ছন্ন রাখতে নেই।

মনে রাখবেন কাচি বা ছুড়ি দিয়ে মঞ্জরী কাটবেন না। এটা করা পাপ। এই কাজ দেবী লক্ষ্মীকে ক্রোধান্বিত করে তোলে। তুলসী গাছের মঞ্জরী এতটাই হালকা হয় যে সহজেই ভেঙে যায়। গাছ থেকে মঞ্জুরী নিয়ে একটি লাল কাপড়ে বাঁধুন। তারপর যেখানে আপনি টাকা রাখেন সেখানে এটি রেখে দিন।

শুধু এই একটি কাজ করলেই আপনি দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন। আপনি জানতেও পারবেন না যে টাকা কোথা দিয়ে আসছে। আপনার বাড়ি এবং পরিবার থেকে নেতিবাচক শক্তি ও কষ্ট ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘরে ইতিবাচকতা এবং সম্পদ বৃদ্ধি করতে এই পাঁচটি ফেং শুই টিপস মেনে চলুন

পুজোয় ঘন ঘন সুগন্ধির স্প্রেতে গলায় জমেছে কালো দাগ, দূর করুণ এভাবে

দূর হয় বাস্তুদোষ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা সম্পর্কে

উত্তরবঙ্গ যেতে ভয় পাচ্ছেন? রইল পাহাড় আর সবুজ ঘেরা বিকল্প গন্তব্যের খোঁজ

আবহাওয়া পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির ভয়, প্রতিরোধ করুন ঘরোয়া টোটকায়

আপনার বাড়িও কি বাস্তুদোষে আক্রান্ত? বুঝে নিন এই ৭টি লক্ষণ দেখে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ