এই মুহূর্তে




WBPS,WBCS এবং সেনাবাহিনীতে ট্রেনিং এর প্রলোভন দেখিয়ে ৫০০ জনকে প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি মোহনপুর: ৭ দিনের WBPS,WBCS এবং পুলিশের ট্রেনিং পাশাপাশি , ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং ও চাকরি এর নামে প্রতারণার চক্র ফাঁস ব্যারাকপুরে। ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মোহনপুর থানা(Mohonpur P.S.) এলাকায়,৩০০ এর বেশী যুবক যুবতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গ্রেফতার দুই প্রতারক। পুলিশ সূত্রে জানা গেছে,৭ দিনের পুলিশ এবং আর্মির ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে প্রতারণা করে ৫০০ জন যুবক যুবতিকে। বৃহস্পতিবার গভীর রাত থেকেই এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর শিউলি (Siuli)এলাকায় মহোনপুর থানার অন্তর্গত এলাকায়।

তবে এই ঘটনায় আতংকিত এলাকাবাসী।স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিস্কার করে দিয়েছে।কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার (Fake Education Center)চলছিল তা বোঝা যায়নি।তবে এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।তারা ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন।তবে এই ঘটনায় গ্রেফতার দুজন।এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কতদিন থেকে এই চক্র আর কোথায় কোথায় সক্রিয় ছিল এবং রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানান, পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অরুন ঘোষ শিউলি পঞ্চায়েত প্রধান দাবি করেন, এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া উচিত। এই চক্রের পেছনে বড় মাথা আছে বলে তিনি দাবি করেন। এলাকায় প্রশাসনকে আরো সতর্ক এবং সজাগ হতে হবে বলে তিনি বলেন। ওই বাড়িটিতে সেনাবাহিনীর ট্রেনিং হতো বলে সকলে জানতো। কিন্তু সেখানে যে ভিন রাজ্যের যুবক – যুবতীদের প্রতারণার সেন্টার খোলা হয়েছে তা কেউই বুঝতে পারেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,দিঘাগামী পর্যটকদের গাড়ি আটকে রয়েছে

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ