এই মুহূর্তে




‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

নিজস্ব প্রতিনিধি: ১৩ বছর প্রেমের পর গত ৪ জুন প্রেমিক রকি জয়স ওয়ালকে বিশেষ ধর্মমতে বিয়ে করেছেন অভিনেত্রী হিনা খান। বর্তমানে তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। কিন্তু তাঁর হাসিখুশি চেহারা দেখে কেউ বলবে না যে, তিনি মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়ছেন। অথচ কেমোথেরাপিতে তাঁর চুল পড়েছে, নখের রঙ কালো হয়ে গিয়েছে। কিন্তু জীবনের সঙ্গে কিছুতেই হার মানতে নারাজ তিনি। এই রোগ নিয়েই কাজ করছেন চুটিয়ে। বলিউডের একজন স্বনামধন্য টেলিভিশন অভিনেত্রী তিনি। যদিও বর্তমানে বড়পর্দায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি মিউজিক অ্যালবামেও কাজ করছেন। অভিনেত্রীর সকল বিপদে পাশে থেকেছেন তাঁর স্বামী রকি। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা। যাই হোক, বিয়ের পরে গতকাল প্রথম করবা চৌথ ব্রত পালন করেছেন হিনা। মুসলিম ধর্মের মানুষ হলেও তিনি হিন্দুদের সমস্ত রীতি নিষ্ঠাভরে পালন করেন। সিঁথিতে সিঁদুর পরেন। গতকাল স্বামীর মঙ্গল কামনায় উপবাস রেখেছিলেন তিনি। পাশাপাশি হাতে মেহেন্দি এঁকেছিলেন। সন্ধ্যায় কথা চাঁদ দেখার পর স্বামীকে দেখে উপবাস ভাঙেন।

 

 

View this post on Instagram

 

A post shared by 𝗥𝗼𝗰𝗸𝘆 𝗝𝗮𝗶𝘀𝘄𝗮𝗹 (@rockyj1)

তবে এদিন তাঁর সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছে। তিনি যেমন স্বামীকে দেখার পর তাঁকে প্রণাম করে ছিলেন। তেমনি রকিও স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর কাছে হিনা একজন দেবীর সমান। হ্যাঁ, অভিনেত্রী তাঁর করবা চৌথ ব্রত পালনের প্রায় ১৭ টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।তাঁর একটিতে রকিকে অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। হিন্দু বিবাহিত মহিলারা তাদের স্বামীকে ভগবান রূপে পূজা করেন। কিন্তু যুগ বদলেছে। স্ত্রীদেরও একই চোখে দেখা উচিত। সেটাই করে দেখালেন রকি। শুক্রবার সন্ধ্যায়, হিনার করবা চৌথের ছবিগুলির মধ্যে থেকে সবথেকে বেশি নজর কেড়েছে রকির হিনার পা স্পর্শ করার ছবিটি। এই অনুষ্ঠানে, স্ত্রীরা পুজো করেন, শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে তার স্বামীর পা স্পর্শ করেন। কিন্তু এবার ঐতিহ্যের বিপরীতে গিয়ে, রকি হিনার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালবাসা ভাগাভাগি করে নিয়েছেন, যা ক্রমবর্ধমান সামাজিক রীতিনীতির প্রতিফলন। রকি তাঁর স্ত্রীর জন্য একটি হৃদয়গ্রাহী পোস্টে লিখেছেন, “ঠিক যেমন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল যখন শিব শক্তির সঙ্গে দেখা করেছিলেন। আমার মহাবিশ্ব, আমার জীবন ঐশ্বরিক হয়ে ওঠে যখন সে আমার সমস্ত কিছু দিয়ে আমাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে আরও বেশি করে তুলেছিল!”

 

তিনি আরও বলেন, “তিনি হলেন সেই দেবী যিনি তাঁর উপস্থিতি, উষ্ণতা এবং অসীম ভালবাসা দিয়ে আমার অস্তিত্বকে আশীর্বাদ করেছেন। তাঁর চরণে আমি চিরকাল শান্তিতে থাকি। তাঁর ঐশ্বরিক শক্তি আমার আত্মাকে বিকিরণ করে।” হিনা তার সোশ্যাল মিডিয়ায় একই রকম ছবি শেয়ার করে লিখেছেন, “ধন্য। যখন সত্যিকারের ভালবাসা সত্যিকারের হৃদয় খুঁজে পায়, তখন বন্ধন সীমানা ছাড়িয়ে যায়। আমাদের পৃথিবী একে অপরকে ঘিরে আবর্তিত হয় এবং প্রতিটি উদযাপন, প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দে, আমাদের ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হয়। আমরা কেবল একে অপরের আলিঙ্গনে সুখে থাকতে চাই এবং জীবনে আমরা যা পাই তা উপভোগ করতে চাই, সাহচর্য উদযাপন করার জন্য।”২০২৫ সালের ৪ জুন এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায়, হিনার জনপ্রিয় টিভি সিরিয়াল, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে তাদের প্রথম দেখা হয়েছিল এবং বিয়ের আগে তারা ১৩ বছর ধরে প্রেম করছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুকে বিয়ে করে লাগাতার কটাক্ষ, অবশেষে মুখ খুললেন সারা খান

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

‘ধন্যবাদ আমার চাঁদ হওয়ার জন্যে’, দেশীয় পোশাকে সেজে নিকের সঙ্গে ‘করবা চৌথ’ পালন প্রিয়াঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ