এই মুহূর্তে




বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার পর এবার রশ্মিকা মন্দানা। তিনিও বাগদানের খবর লুকোতে পারলেন না। ঝলমলিয়ে উঠল তাঁর আঙুলের বাগদানের আংটি। জল্পনা ছিল, ২০১৮ থেকে সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। একসঙ্গে ঘুরেছেন, ফিরেছেন। ছুটিতেও একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন। একসঙ্গে জুটি বেঁধে ছবিতেও অভিনয় করেছেন। ভক্তদের কাছে তাঁদের অনস্ক্রিন রসায়নও ফেভারিট। কিন্তু সম্পর্ক নিয়ে কখনই ঢাকঢাক-গুড়গুড় করেননি তাঁরা। জল্পনা, ৮ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। দিন কয়েক আগেই শোনা যায় যে, চুপিচুপি বাদগদান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু এ বিষয়েও কাউকে জানতে দেন নি তারকা জুটি। আংটি বদল সেরে ফেলেছেন তাঁরা। কিন্তু ট্রেন্ডিংয়ে ভেসে এখনও নিজেদের সম্পর্ক গোপন রেখেছেন জাতির ক্রাশ রশ্মিকা মন্দানা।

বোধহয় একেবারে বিয়ে করেই ভক্তদের সারপ্রাইজ দেবেন তারকা জুটি। জানা গিয়েছে, দিন কয়েক আগেই বিজয়ের হায়দারাবাদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বাগদান সেরেছেন তারা। দেবেরকোন্ডার দলই এই জানিয়েছে যে, প্রেমিক জুটি আগামী বছর বিয়ে করবেন। এদিকে, রশ্মিকা, যিনি বর্তমানে তাঁর হরর-কমেডি ছবি থাম্মার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার মাঝে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তার প্রিয় পোষা কুকুর, অরাকে দেখা গিয়েছে। ছবিটির ব্যাকগ্রাউন্ডে থাম্মার নতুন গান, ‘রাহে না রাহে হাম’ বাজছিল। আর এই ভিডিওতেই ঈগল চোখের ভক্তরা অভিনেত্রীর অনামিকা আঙুলে একটি বিশাল, ঝলমলে হীরের আংটি দেখতে পান, যা সোনার ব্যান্ডে সজ্জিত। আংটিটি স্পষ্টভাবে বুঝিয়েছে যে, বিজয় রশ্মিকার প্রতি তার ভালোবাসা প্রকাশে কোনও কসরত রাখেননি, যার ফলে ভক্তরা এই দম্পতির প্রেমে মুগ্ধ হয়েছেন। ভিডিওটি শেয়ার করে রশ্মিকা লিখেছেন, “শুটিং চলাকালীন এটিই ছিল ছবির প্রথম গান যা আমি শুনেছিলাম, আমি এই গানটির প্রেমে পড়ে গিয়েছি।”

 

কিছুদিন আগে, বিজয় তার পরিবারের সঙ্গে অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাই বাবার মহা সমাধিতে যাওয়ার সময় তার বাগদানের আংটিটি প্রদর্শন করেছিলেন। যাই হোক, তাদের বিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হতে পারে। তবে তাদের বাগদান সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। রশ্মিকা এবং বিজয় একসঙ্গে গীতা গোবিন্দম (২০১৮) এবং ডিয়ার কমরেড (২০১৯) ছবিতে অভিনয় করেছেন, যা তাদের আরও কাছাকাছি এনেছিল। বর্তমানে রশ্মিকার বয়স ২৯ বছর, আর বিজয়ের বয়স ৩৬ বছর, তাদের বয়সের ৭ বছরের ব্যবধান। কিন্তু এখনও নিজেদের বাগদানের বিষয়ে চুপ কেন বিজয় এবং রশ্মিকা? তা নিয়েও উঠেছে প্রশ্ন! তবে এই নিয়ে দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু এক বার বাগ্‌দান ভেঙেছে রশ্মিকার, সম্ভবত সেই কারণেই এত গোপনীয়তা বজায় রাখছেন নায়িকা। রশ্মিকার প্রথম বাগ্‌দান হয়েছিল অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। কিন্তু ২০১৮-র সেপ্টেম্বরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুকে বিয়ে করে লাগাতার কটাক্ষ, অবশেষে মুখ খুললেন সারা খান

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

‘ধন্যবাদ আমার চাঁদ হওয়ার জন্যে’, দেশীয় পোশাকে সেজে নিকের সঙ্গে ‘করবা চৌথ’ পালন প্রিয়াঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ