এই মুহূর্তে




৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৮৩ বছর হয়ে গেল মেগাস্টার অমিতাভ বচ্চনের বয়স। শনিবার (১১ অক্টোবর) ৮৩ বছরে পদার্পণ করলেন অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিন সেলিব্রেশনে দেশের কোনে কোনে থেকে আসা ভক্ত তাঁর জলসার বাড়িতে উপস্থিত হয়েছেন। তাও আবার অভিনেতার একাধিক ছবির অবতারে সেজে। শনিবার সকাল থেকেই অভিনেতার মুম্বইয়ের জলসা বাড়িতে ভিড় জমিয়েছেন ভক্তরা। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কুলি’ এবং ‘ইয়ারানা’র মতো আইকনিক সাজে সেজে প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। যদিও প্রতি রবিবার অমিতাভ বচ্চন তাঁর বাড়ির বাইরে এসে ভক্তদের দেখা দেন। এবারেও তাঁর ব্যাতিক্রম হবে না। 

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এদিন ভক্তদের তাঁর বাড়ির সামনে এসে অভিনেতার ছবির গানে নানারকম নৃত্য পরিবেশন করতে দেখা যায়। কাউকে গান গাইতেও দেখা গিয়েছে। তারা তাঁর সম্মানে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেছেন। এক ভক্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আজ শতাব্দীর সুপারস্টারের জন্মদিন। আমাদের জন্য, আজ দীপাবলি এবং হোলি। আমরা প্রতি বছর ১১ অক্টোবরের জন্য অপেক্ষা করি, এবং তিনি সর্বদা সুস্থ থাকুন।” বিকানের থেকে আসা অন্য একজন ভক্ত বলেছেন, “শুভ জন্মদিন গুরুদেব। আপনি সুস্থ থাকুন। আপনার আশির্বাদ আমাদের মাথার উপর থাকুক, ভারতীয় চলচ্চিত্রের মাথার উপর থাকুক।” বিগ বি-এর কিছু ভক্তরা তাদের হাতে অভিনেতার ট্যাটু এঁকেছেন, অন্যরা অভিনেতার ছবি-সহ টি-শার্ট পরেছেন। ছত্তিশগড় থেকে আসা ভক্ত অভিনেতার বিশেষ দিনটি উদযাপন করার জন্য তার আনন্দ প্রকাশ করে বলেছেন, “আমাদের আয়ু তোমার হোক। অমিতাভ বচ্চন জির জন্মদিনে তাঁকে শুভকামনা।”

 

শুধু দেশে নয়, গোটা বিশ্বজুড়ে অমিতাভের অগুন্তি ভক্ত। প্রায় ৫০ বছর ধরে ভক্তদের বিনোদন দিয়ে চলেছেন মেগাস্টার। এখনও সাবলীলভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বলিউডে তাঁর অবদান অবিস্মরণীয়। কুলি ছবির শুটিংয়ের সময়ে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। বাঁচার কথাই ছিল না তাঁর। দেশজুড়ে কান্নাকাটি রব পড়ে গিয়েছিল ভক্তদের। সকলের প্রার্থনায় সুস্থ হয়ে ফেরেন অমিতাভ বচ্চন। তার পর থেকে এখনও জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন অভিনেতা। তাঁর ৮৩ তম জন্মদিনে আমরা ‘এই মূহুর্তে’-এর তরফ থেকে বিগবি কে জানাই অনেক শুভকামনা। এদিকে, বিগ বি সম্প্রতি রায়গড় জেলার আলিবাগে তিনটি সংলগ্ন প্লট কিনেছেন, যার মোট মূল্য ৬.৬ কোটি টাকারও বেশি। নথি অনুসারে, বচ্চন ২,৭৩৪ বর্গফুটের প্লট ১.৮৮ কোটি টাকা, ২,৭৭৬ বর্গফুটের প্লট ৯৭ ১.৯২ কোটি টাকা, এবং ৪,০৪৭ বর্গফুটের প্লট নং ৯৬ ২.৭৮ কোটি টাকায় কিনেছেন। কাজের দিক থেকে, বিগ বি বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতির ১৭তম সিজন হোস্ট করছেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুকে বিয়ে করে লাগাতার কটাক্ষ, অবশেষে মুখ খুললেন সারা খান

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

‘ধন্যবাদ আমার চাঁদ হওয়ার জন্যে’, দেশীয় পোশাকে সেজে নিকের সঙ্গে ‘করবা চৌথ’ পালন প্রিয়াঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ