এই মুহূর্তে




জিতেশ শর্মার নেতৃত্বে রাইজিং এশিয়া কাপে ভারতীয় টিমে বৈভব সূর্যবংশী, আর কারা রয়েছেন?

নিজস্ব প্রতিনিধি: জিতেশ শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার রাইজিং এশিয়া কাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। ১৫ সদস্যের ভারত এ দলে ভারতের ১৪ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা তরুণ ক্রিকেটারের ক্যারিয়ারে আরেকটি বড় ঘটনা। সোমবার বিসিসিআই দল ঘোষণা করেছে এই খেলায় জিতেশ শর্মাকে অধিনায়ক করা হয়েছে এবং নমন ধীরকে তার সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে।

আইপিএল ২০২৫ মৌসুমে ঝড় তুলে দেওয়া এই কিশোর খেলোয়াড় কখন প্রথম সিনিয়র স্তরের সুযোগ পাবেন তা নিয়ে কয়েক মাস ধরে জল্পনা চলছিল। সেই আবহেই সূর্যবংশীর অন্তর্ভুক্তি হল দলে।  নির্ভীক স্ট্রোকপ্লে দিয়ে টুর্নামেন্টকে আলোকিত করেছিলেন  বৈভব।  সাত ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ২৫২ রান করেছিলেন। এই ফর্মের কারণে তাৎক্ষণিকভাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত তরুণদের মধ্যে একজন হয়ে ওঠেন বৈভব সূর্যবংশী।
ক্রিকেটে তার দ্রুত উত্থান বেশ চর্চিত হচ্ছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করে, ডানহাতি এই ব্যাটসম্যান ওরচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে রেকর্ড শতরান হাঁকিয়েছিলেন, যা যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরান। এরপর তিনি ব্রিসবেনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটাই ভারতের অন্যতম উজ্জ্বল সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করে তোলে। সূর্যবংশী ছাড়াও, রাইজিং এশিয়া কাপ স্কোয়াডে বেশ কয়েকজনের নাম রয়েছে যারা আইপিএল ২০২৫-এর সময় সাড়া জাগিয়েছিলেন। তাঁরা হলেন, নেহাল ওয়াধেরা, নমন ধীর, আশুতোষ শর্মা, গুরজাপনীত সিং এবং বিজয় কুমার বৈশাখ।  

এক নজরে রাইজিং এশিয়া কাপে ভারতীয় দল 

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধির (সহ–অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা। 

ভারত  এই প্রতিযোগিতায় রয়েছে গ্রুপ বি–তে।  বাকি তিনটি দল হল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ভারতের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে । ভারত ১৬ নভেম্বর পাকিস্তান ও ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে । 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে চাকরির প্রস্তাব দিল মমতার  সরকার

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ফের অসি বধ সূর্যদের, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ, রায়না-ধাওয়ানের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

৩৩ রানে পড়ল ৫ উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৭ রান তুললেন সূর্যরা

ফিফা আনছে ‘শান্তি পুরস্কার’, ইচ্ছা পূরণ হতে চলেছে ট্রাম্পের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ