এই মুহূর্তে




আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কিনতেই তাইওয়ানের চারপাশে যুদ্ধমহড়া শুরু চিনের

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর শুরুর আগেই উত্তাপ বৃদ্ধি। তাওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু কোটে দিয়েছে চিন। তাইওয়ানের চারপাশে লাইভ-ফায়ার ‘জাস্ট মিশন ২০২৫’ নামে মহড়া শুরু করেছে শি জিংপিংয়ের দেশ। মহড়ার জন্য মোতায়েন করা হয়েছে বিমান, নৌবাহিনী এবং রকেট সেনা।

‘যুদ্ধপ্রস্তুতি পরীক্ষা’ করা এবং ‘বিচ্ছিন্নতাবাদী’ ও ‘বহিরাগত হস্তক্ষেপ’ শক্তির বিরুদ্ধে ‘কঠোর সতর্কতা’ দেওয়াই এই মহড়ার লক্ষ্য। সোমবার (২৯ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে চিনের সামরিক বাহিনী। ব্রিটেন তাইওয়ানের কাছে ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার অনুমদন দেওয়ার পরেই চিন এই মহড়া শুরু করেছে। সম্প্রতি একটি বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন যে, চিন যদি স্ব-শাসিত তাইওয়ানে আক্রমণ করে তাহলে সেই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে পারে জাপানি সেনাবাহিনী।

আরও পড়ুন: ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, তাপমাত্রা নামতে পারে ৬-৮ ডিগ্রিতে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে সোমবার সকালে দুই ঘন্টার মহড়ার জন্য একটি অতিরিক্ত জোনও ছিল, যা দ্বীপের পূর্ব জলসীমায় চিনের কোনও ঘোষণা ছাড়াই করা হয়েছিল। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে মঙ্গলবারের মহড়ার ফলে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের ১,০০,০০০ এরও বেশি যাত্রী প্রভাবিত হবেন, যেখানে প্রায় ৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে, যদি প্রয়োজন হয় ‘বলপ্রয়োগের’ মাধ্যমে দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান তাইওয়ানকে সতর্ক করে বলেন, ‘চিনের পুনর্মিলনকে বাধাগ্রস্ত করার যে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে।  চিনকে দমন করতে এবং অস্ত্র দেওয়ার জন্য তাইওয়ানকে ব্যবহার করার চেষ্টা করা বহিরাগত শক্তিগুলো কেবল তাইওয়ানকে আসন্ন যুদ্ধের একটি বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেবে।’

তাইওয়ান চিনের দাবিকে প্রত্যাখ্যান করেছে এই যুক্তিতে যে কেবল তার জনগণই দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ সিহ জিহ-শেং মঙ্গলবারের মহড়া সম্পর্কে বলেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতির নীতিতে কাজ করে এবং প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করতে হবে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আম্মা আর নেই’‌, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা দিলেন ছেলে তারেক

নেপালে সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জেন জি আন্দোলনের পুরোধা বলেন্দ্র শাহ

ভারত সরকারকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ললিত মোদির, কেন ক্ষমা চাইলেন?

সিডনির পর ইকুয়েডর, সমুদ্র সৈকতের পাশে বন্দুকবাজের হামলায় নিহত ৬

নিউ জার্সির আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাইলট

মদ্যপানের কারণে প্রতি বছর ইউরোপজুড়ে মৃত্যু ৮ লাখ মানুষের, ভয়ঙ্কর তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ