এই মুহূর্তে

বাঁশবেড়িয়াতে প্যানটোগ্রাফ ভেঙে পড়ায় হাওড়া – কাটোয়া শাখায় রেল চলাচল বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি,বাঁশবেড়িয়া: রবিবার সন্ধ্যায় হুগলি জেলার বাঁশবেড়িয়ার দু ‘নম্বর রেলগেটে প্যানটোগ্রাফ ভেঙে পড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আগুন লেগে গিয়েছিল। কিন্তু তা নেভানো সম্ভব হয়েছে।ব্যান্ডেল – কাটোয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া লোকাল(Katowa Local)। চুঁচুড়া স্টেশনের(Chuchura Station) তিন নম্বর প্লাটফর্মে কাটোয়া লোকাল আটকে রয়েছে। কাটোয়া লোকাল আটকে থাকায় ভোগান্তিতে যাত্রীরা। বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প‍্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় রেল চলাচল বিপর্যস্ত। রবিবার সন্ধ্যার পর থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। যাত্রীরা রেললাইন ধরে হেঁটে গন্তব্য স্থলের দিকে যাচ্ছেন।

ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। তারা দ্রুততার সঙ্গে কাজ করে ওই শাখায় লোকাল ট্রেন যাতে চলাচল করানো যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশনে(Bandel Station) ঢোকার আগে দাঁড়িয়ে রয়েছে হাওড়া- বর্ধমান মেন লোকাল ট্রেন। ছুটির দিন থাকা সত্ত্বেও অনেকেই রবিবার বেরিয়েছিলেন বাড়ির বাইরে। কিন্তু এই সমস্যায় হাওড়া থেকে কাটোয়া যাবে বলে যারা ট্রেন ধরেছিলেন তারা আটকে রয়েছেন প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক(CPRO) বেদ প্রকাশ জানিয়েছেন, রেলের ওভারহেড তারে সমস্যা হয়েছে। সেখানে মেরামতের জন্য রেল কর্মীরা গেছেন। বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প্যানটোগ্রাফের সমস্যা হয়েছে। মেরামতির কাজ হয়ে গেলেই ওই শাখায় ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। যদিও অনেকেই প্রাণে ঝুঁকি নিয়ে রেললাইন ধরে কুয়াশার মধ্যে হাঁটা শুরু করেছেন পরবর্তী স্টেশনের দিকে। বাকিরা ট্রেনের মধ্যে অপেক্ষা করছে গন্তব্যস্থলে ফেরার জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুর হাসপাতালে ৫ কেজির টিউমারে ঝুঁকিপূর্ণ অস্ত্রপচারে বড় সাফল্য চিকিৎসকদের

হাবড়ায় টিসি’র জন্য প্রধান শিক্ষক মাথাপিছু ৩০০ টাকা করে নিচ্ছেন, থানায় অভিযোগ অভিভাবকদের

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমীক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ