এই মুহূর্তে

যশের সঙ্গে উদ্দাম যৌনলীলা, বিতর্কের মুখে পড়ে ইনস্টাগ্রাম প্রোফাইল মুছলেন ‘টক্সিক’ বিদেশিনী

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের সবথেকে প্রতীক্ষিত চলচ্চিত্র হতে চলেছে ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন কন্নড় সুপারস্টার যশ। এই ছবির জন্যে বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। গত ৮ জানুয়ারী যশের ৪০ তম জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির টিজার। আর তা নিয়েই নেটমহলে বিতর্কের ঝড় উঠেছে। ২.৫১ মিনিটের ছোট্ট টিজারে দেখা যাচ্ছে, যশ রায়া নামে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন। যিনি কবরস্থানের পাশে পার্ক করা একটি গাড়ির ভেতরে এক মহিলার সঙ্গে উদ্দাম যৌনলীলায় লিপ্ত ছিলেন। অন্যদিকে বাইরে সহিংসতা চলছে, অন্য একটি গাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের দেখা যাচ্ছে। আর টক্সিকের এই দৃশ্য গুলি নিয়েই এখন বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে, গাড়ির মধ্যে যৌনলীলায় মত্ত অভিনেত্রীর আচরণ নিয়ে ক্ষুব্ধ কর্নাটক মহিলা কমিশন। সেই দৃশ্য নারীবিদ্বেষী এবং কুরুচিপূর্ণ হিসেবে দাবি করেছেন তারা। অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে টিজারটি প্রত্যাহারের দাবিতে CBFC-এর কাছে দ্বারস্থ হয়েছেন।

তবে ছবির অন্তরঙ্গ দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়। সকলেই জানতে চাইছেন, এই অভিনেত্রী কে? তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এই অভিনেত্রীর নাম ন্যাটালি বার্ন। অবশ্য পরিচালক গীতু মোহনদাস পরে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন এই অভিনেত্রীর নাম বিয়াট্রিজ টাউফেনবাখ। অন্তরঙ্গ দৃশ্যটি অনেকের কাছেই ভাল লাগেনি, যার ফলে টক্সিক বিতর্কের মুখে পড়েছে। কর্ণাটক রাজ্য মহিলা কমিশন টিজারটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সিবিএফসিকে চিঠি দিয়েছে। যাই হোক, অভিনেত্রী বিয়াট্রিজ টাউফেন বাখের কী পরিচয়? রিপোর্ট অনুসারে, বিয়াট্রিজ একজন ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী। তিনি ২০১৪ সালে একজন মডেল হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। একজন মডেল এবং অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি একজন গায়িকাও। যদিও বিয়াট্রিজ সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি।

 

তবুও টিজারে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে টক্সিক-এ অভিনেত্রীর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নাকি তিনি কেবল যৌনতাপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন তা জানা যায়নি। এদিকে টক্সিকের কারণে বিতর্কে জড়িয়েছেন বিয়াট্রিজ, যে কারণে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছেন। যদিও, টক্সিক-এ একাধিক অভিনেত্রী প্রধান চরিত্রে অভিনয় করবেন। থাকবেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। ইতিমধ্যেই সকল অভিনেত্রীর প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছে, সকলেই গ্ল্যামারাস অবতারে অবতীর্ণ হয়েছেন। এবার, দেখা যাক, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন টিজারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কিনা। এখনও পর্যন্ত, গীতু মোহনদাস বা যশ কেউই এই বিতর্ক সম্পর্কে কোনও বিবৃতি দেননি। টক্সিক মুক্তি পাচ্ছে ১৯ মার্চ, ২০২৬ তারিখে। ছবিটি বক্স অফিসে রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইনি বিপাকে শাহিদের ‘ও রোমিও’, নির্মাতাদের ২ কোটির নোটিস ধরালেন গ্যাংস্টার উস্তারার কন্যা

৫৫৯.২৫ কোটি টাকায় মুম্বইয়ের চান্দিভালির সম্পত্তি বেচলেন জিতেন্দ্র-তুষার

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রচারে যাওয়ার পথে বাধা, আমেদাবাদে নামতে পারল না ইমরান হাশমীর বিমান, কী হয়েছে?

টাইগার শ্রফ অতীত! পঞ্জাবি গায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ