এই মুহূর্তে

এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

নিজস্ব প্রতিনিধি: এবার SIR শুনানিতে সপরিবারে ডাক পরল টুটু বসুর। একাধিক বিশিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়ার পর এবার এসআইআর -এর শুনানির নোটিশ পেলেন ময়দানের অভিভাবক নিচ্ছেন টুটু বসু(Tutu Bose)। সংসদ থেকে প্রাক্তন বিধায়ক নোবেল জয়ী দেশের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড় থেকে কেউই বাদ পড়ছেন না এসআইআর শুনানিতে। এবার সেই শুনানির তালিকায় যুক্ত হলেন স্বপন সাধন বসু (টুটু)(Swapan Sadhan B0se) ও তার ছেলে সৃঞ্জয় বসুর নাম। একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যদের আগামী ১৯ জানুয়ারি এসআইআর শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। বাংলার ফুটবল টুটু বসু বড় অধ্যায় মোহনবাগানে প্রাক্তন সভাপতি তিনি পাশাপাশি তিনিই রাজ্যসভার প্রাক্তন সাংসদ তাঁর পুত্র সৃঞ্জয় বসুর(Srinjay Basu) ক্ষেত্রেও একই ছবি।

তিনিও প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব। একই সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের মেম্বার। তাঁদের শুনানিতে ডাকা নিয়ে অবাক সকলে। অমর্ত্য সেন, অলক মুখোপাধ্যায় ,তরুণ দে, মোহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা ,মেহতাব হোসেন এইরকম বাংলার বিশিষ্ট ব্যক্তিদের শুনানিতে আগেই ডাকে নির্বাচন কমিশন। কমিশনের দাবি যাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডেসক্রিপেন্সি ধরা পড়ছে তাদেরকেই নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। এইরকমই অসংগতি ধরা পড়েছে টুটু বসুর এবং তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে। ১২ জানুয়ারি সোমবার রানী রাসমণি রোডে ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলাররা বিক্ষোভ দেখান।

এস আই আর এর নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ তোলেন। মানস ভট্টাচার্য ,অলোক মুখোপাধ্যায়, কম্পটন দত্তদের মত প্রাক্তন খেলোয়াড়দের পাশাপাশি অনেক নতুন ফুটবলাররা সেই বিক্ষোভে যোগ দেন। সকলের দাবি ,দু’বছরের কাজ দু মাসে করতে গিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থার মুখে ফেলছে। যারা দেশের হয়ে ঘাম ঝরিয়েছেন, তাঁদের নাগরিকত্ব প্রমাণ চাওয়া হচ্ছে। তৃণমূলের এক মুখপাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন ,বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। জানা গেছে, টুটু বসু বর্তমানে অসুস্থ। ঠিকমতো হাঁটতে পারেন না ।হুইল চেয়ারে করে তাঁকে যেতে হবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে শুনানি কেন্দ্রে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে’‌, নবান্ন থেকে কমিশন–বিজেপিকে তোপ মমতার

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

‘‌গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলার একদিন অবসান হবে’‌, বার্তা মমতার

অবশেষে জল থেকে ডাঙায় উঠল আলিপুরের জলহস্তী, থাকবে চিকিৎসকদের কড়া নজরদারিতে

এসআইআর নিয়ে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে, কী বলল সর্বোচ্চ আদালত?‌

নাগরিকত্ব প্রদান ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি, এসআইআর পর্বে জোর ধাক্কা বঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ