এই মুহূর্তে

নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরের রাজপুর এলাকায় ধরা পরল জাল নোট তৈরির কারখানা। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানায় এলাকায় রামকৃষ্ণপল্লী তেঘরিয়া দশনি পাড়াতে জাল নোট(Fake Note) তৈরির কারখানা খোলা হয়েছিল একটি বাড়ির একতলায় ঘর ভাড়া নিয়ে। সেখান থেকে তিনটি কালার স্ক্যানার প্রিন্টার আটক করে এস টিএফ।১০০ টাকার নকল নোট তৈরির দুটি পেজ সহ তিনটি ১০০ টাকার নোটো তৈরীর সাদা পেজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ৫০০ টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও 200 টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।

এগুলির ওপরেই আসল টাকার মত বিভিন্ন ধরনের নোট ছাপা হত। ওই জাল নোট তৈরীর কারখানায় হানা দিয়ে এস টি এফ ৮৪ টি জেল ১০০ টাকার নোট ১৪ টি জাল ২০০ টাকার নোট, ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর পাশাপাশি ১০০ দুশো এবং 50 টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয়। নটি সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই জাল নোট তৈরির কারখানা চালানো এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজনকে গ্রেফতার করেছে এস ডি এফ। ধৃতরা হলেন অলোক নাগ ,অয়ন নাগ ও শ্যামবাবু পাসোওয়ান।

ধৃতদের মধ্যে অলোক নাগ এবং অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানায় এলাকার সোনারপুরে। অপরদিকে শ্যামবাবু পাসওয়ার্ডের বাড়ি খড়দা থানা এলাকার টিটাগড়ে । ধৃতদের কাছ থেকে এস টি এফ এর অফিসাররা মোট ৯২০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এরমধ্যে ৫০০ টাকার নোট ১৪ টি ২০০ টাকার নোট দশটি ১০০ টাকার নোট দুটি রয়েছে। এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের ২৮ জানুয়ারি পর্যন্ত এসটিএফ(STF) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

এসআইআরের নথি হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান জ্ঞানেশের

মুখ্যমন্ত্রীর প্রতিবাদে ২৩ জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তীব্র বিতর্কের অবসান

মমতাকে অসম্মান! ইডির আইনজীবীকে শিষ্টাচারের পাঠ দিলেন রাজ্যের কৌঁসুলি,দেখুন ভিডিও

পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

তৃণমূল সাংসদ সামিরুলকে তলব এসআইআর শুনানিতে, হাজিরা দিতে হবে কবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ