এই মুহূর্তে

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

নিজস্ব প্রতিনিধি: আজই স্পষ্ট হয়ে যাবে মুম্বই পুরনিগম (BMC) নির্বাচনের ফলাফল। মহারাষ্ট্রের পুর নির্বাচনে আজ শুক্রবার ২৯টি পুরসভার ফল ঘোষণা করা হবে। চলছে গণনা। ইতিমধ্যে, জলগাঁও থেকে সামনে এসেছে চমক দেওয়ার মত একটি খবর। জলগাঁও পৌর কর্পোরেশন নির্বাচনে একই পরিবারের তিন সদস্য জয়ী হয়েছেন । এই জয়কে ঢোল ও করতাল বাজিয়ে উদযাপন করতে দেখা গিয়েছে।   

কোলহে পরিবারের সদস্য ললিত কোলহে, সিন্ধুতাই কোলহে এবং পীযূষ ললিত কোলহে পৌর নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।   জানিয়ে রাখা ভালো,  ললিত কোলহে জেলে থাকাকালীন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জিতেছেন। তিন প্রার্থীই মহাযুতির টিকিটে জয়ী হয়েছেন। তাঁদের এই জয়ের উৎসব উদযাপনের ভিডিওতে দেখা গিয়েছে, ললিত কোলহের স্ত্রী, সিন্ধুতাই কোলহের পুত্রবধূ এবং পীযূষ ললিত কোলহের মা তাদের ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে নাচ করছেন।  ললিত কোলহের স্ত্রী সরিতা কোলহে এই জয়ের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “আজ ভোট দিয়ে ভোটাররা জেলের দরজা ভেঙে আশীর্বাদ করেছেন।”  আবেগপ্রবণ সরিতা কোলহে  বলেছেন, তাঁর ছেলে, স্বামী এবং শাশুড়ি সকলেই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি আরও বলেন যে ললিতকে  গ্রেফতারের পর থেকে তিনি জুতো পরেননি এবং স্বামী বাড়ি ফিরে আসার পরই তিনি চটি পরার প্রতিজ্ঞা করেছেন। 

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, ২০১৭ সালের বিএমসি নির্বাচনে, অবিভক্ত শিবসেনা একক বৃহত্তম দল হিসেবে  সামনে আসে।  তারা ৮৪টি আসন  জেতে যেখানে বিজেপি ৮২টি আসন  জিতে মাত্র দুই  আসনে পিছিয়ে ছিল। কংগ্রেস ৩১টি, এনসিপি নয়টি এবং এমএনএস সাতটি আসন জিতেছিল। তবে শুক্রবার  প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে, এশিয়ার ধনিতম পুর কর্পোরেশন বিএমসি বা বৃহন্মুম্বইয়ে বিজেপি এবং শিন্ডে সেনা জোট এগিয়ে।  উদ্ধব ও রাজ ঠাকরের জুটিও প্রাণ দিয়ে লড়াই করেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

জামাই আপ্যায়ন! বাবা জীবনের সামনে ২৯০ পদের খাবার সাজিয়ে দিলেন শাশুড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ