এই মুহূর্তে

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি: শখ মেটাতে গিয়ে বড়সড় বিপাকে পড়লেন কেরলের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। ৭০ হাজারের হোন্ডা সিটিতে আগুন ধরে যাওয়ার পর ১.১১ লক্ষ টাকা জরিমানা দিতে হল তাঁকে। চমকপ্রদ ঘটনাটি ঘটেছে,বেঙ্গালুরু তে। কেননা বেঙ্গালুরু পুলিশকেই ১.১১ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে ওই পড়ুয়াকে। আসলে তিনি নিজের পুরনো হোন্ডা সিটি (Honda City) গাড়িকে নতুন দেখানোর জন্যে, এমনভাবে মডিফাই করেছিলেন যে, তাঁর গাড়ির সাইলেন্সর দিয়ে আগুন বের হতে শুরু হয়। যা কিনা অবৈধ! কারণ ভারতে কোনও গাড়ি একবার তৈরি হয়ে বাজারে বিক্রি হয়ে গেলে তার কোনও যন্ত্রপাতি পরিবর্তন করার নিয়ম নেই। ফলে ওই ছাত্রের চালাকি পুলিশের কাছে ফাঁস হয়ে যায়। এই ‘স্টান্ট’ মোটেও ভালো চোখে দেখেনি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ।

এরপর ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ওই ছাত্রকে ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করে বেঙ্গালুরু পুলিশ। ইয়েলহাঙ্কা আঞ্চলিক পরিবহন অফিসে (RTO) ১.১১ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে ওই ছাত্রকে। বেঙ্গালুরু সিটি ট্রাফিক পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িটির সাইরেন্সর থেকে আগুনের শিখা বের হচ্ছে। যা মোটরযানের নিয়ম অনুসারে একটি অবৈধ পরিবর্তন। ক্লিপটিতে ১,১১,৫০০ টাকা জরিমানার একটি পেমেন্ট রসিদও রয়েছে। ভিডিওটি পোস্ট করে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ লিখেছে, ‘নিষ্কাশন থেকে আগুন? খরচের কথা ভাবুন। পাবলিক রাস্তা স্টান্টের জায়গা নয়। আপনার গাড়ির নিষ্কাশন পরিবর্তন করে স্পার্ক বা আগুন তৈরি করা বেআইনি। মনে রাখবেন, এই স্টান্টের জন্য আপনাকে মূল্য চোকাতে হবে।’ ভারতে, গাড়ির পরিবর্তন বৈধ কিন্তু কঠোর সীমার মধ্যে। আইন কিছু পরিবর্তন অনুমোদন করেছে।

জানা গিয়েছে, ​কেরলের কান্নুর জেলার বাসিন্দা ওই ছাত্রটি ২০০২ সালের একটি পুরনো হোন্ডা সিটি গাড়ি মাত্র ৭০,০০০ টাকায় কিনেছিলেন। এরপর তিনি গাড়িটির সাইলেন্সর, রং এবং বডিতে ব্যাপক পরিবর্তন আনেন। গাড়ির সাইলেন্সর থেকে কান ফাটানো আওয়াজ এবং আগুনের ফুলকি বের করার জন্য তাতে বিশেষ মেকানিজম লাগান। গাড়ির নাম দেন ‘ব্যাঙ্গার’ (Banger)। এরপর ​নতুন বছরের উদযাপনে বন্ধুদের সঙ্গে পার্টি করতে ওই ছাত্র তার মডিফাইড গাড়িটি নিয়ে বেঙ্গালুরুতে আসেন। শহরের রাস্তায় গাড়িটি চালিয়ে স্টান্ট করার এবং সাইলেন্সর থেকে আগুন বের করার একাধিক ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। দ্রুতই সেই ভিডিও ভাইরাল হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভিডিওটি পুলিশের নজরে আসতেই ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করে। এবং ওই পড়ুয়াকে খুঁজে বের করে তাঁকে ১.১১ লাখ জরিমানা করে।


ভারতে বৈধ গাড়ির পরিবর্তন

ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ECU) রিম্যাপিং বৈধ, তবে গাড়িটিকে নির্গমন নিয়ম মেনে চলতে হবে এবং দূষণ নিয়ন্ত্রণ (PUC) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি আসল রঙ একই থাকে তবে বডি র‍্যাপ অনুমোদিত। রঙ পরিবর্তনের জন্য RTO অনুমোদন প্রয়োজন। RC-তে আপডেট করার পরে রঙ পরিবর্তন বৈধ, তবে আর্মি গ্রিন বাদে, যা সামরিক ব্যবহারের জন্য সংরক্ষিত। অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করে এমন জোরে আফটারমার্কেট নিষ্কাশন (সাধারণত 80-100 dB)।অতিরিক্ত বা ছাদের আলো 1.5 মিটারের উপরে লাগানো হয়। RTO অনুমোদন এবং RC আপডেট ছাড়াই ইঞ্জিন অদলবদল। চাপ বা এয়ার হর্ন, যা শব্দ দূষণ এবং সুরক্ষা ঝুঁকিতে অবদান রাখে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ