এই মুহূর্তে

‘‌মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে’‌, এসআইআর নিয়ে সরব মমতা

নিজস্ব প্রতিনিধি: আজ ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বইমেলার মঞ্চ থেকেও নির্বাচন কমিশনের ভূমিকা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তীব্র ভাষায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা—অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুললে তার খেসারত একদিন সবাইকেই দিতে হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকে এসআইআরে ‘মৃত্যু’ এবং হয়রানি নিয়ে সরব হলেন তিনি। একইসঙ্গে যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো হয়েছে সেটা নিয়েও নির্বাচন কমিশনকে একহাত নেন মুখ্যমন্ত্রী।

এদিকে এসআইআর নিয়ে ইস্যুতে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে। হিয়ারিংয়ের নামে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনাও ঘটছে। আমি ছোটখাটো লিখি। আমি তো জ্ঞানীগুনি লোক নই, আমি খুব সিম্পল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমারে না জানি করি প্রচার, আমার আপন কাজে।’

অন্যদিকে এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যেই ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে পাঁচ–ছয় ঘণ্টা করে লাইন দিতে হচ্ছে।’‌ নিজের আঁকা ছবি নিয়ে দু’টি প্রদর্শনী করার পরেই তাঁর বিরুদ্ধে সিবিআই নামানো হয়েছিল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‌তখন আমার নিজেকে লাঞ্চিত মনে হয়েছিল, অপমানিত বোধ করেছি।’‌

তাছাড়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারের থিম আর্জেন্টিনা। সাধারণ পাঠকদের জন্য দরজা খুলতেই ভিড়ের আভাস দেখতে পাওয়া যায়। সেখানেই এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌২৬ এ ২৬টা কবিতা লিখেছি—হেলিকপ্টারে যেতে যেতে দু’তিনদিনে। ওটাই ‘স্যার’ হিসেবে বেরোবে। আগে ছিল ১৫৩টা, এবারে আরও ৯টা বেরোবে। লজিক্যাল ডিসক্রিপান্সি কোনওদিন এসআইআরে ছিল না। একমাত্র এই রাজ্যেই হচ্ছে। অন্য কোথাও হচ্ছে না। ড্রাফটলিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা যাবেন।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

জাত-লিঙ্গের গণ্ডি ভাঙল স্কুল, অব্রাহ্মণ শিক্ষিকার মন্ত্রোচ্চারণে সম্পন্ন সরস্বতী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ