এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কারাগারেই বিয়ের পিঁড়িতে বসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মিলল অনুমতি। আগামী ২৩ মার্চ ব্রিটেনের বেলমার্শ কারাগারেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিনের বান্ধবী স্টেলা মরিসের সঙ্গেই প্রণয়সূত্রে আবদ্ধ হতে চলেছেন তিনি। বিয়েতে অবশ্য চারজনকে অতিথি হিসেবে ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকার অনুমতি দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যাসাঞ্জ। ২০১৫ সালে দুজনে প্রেমে পড়েন। দুই বছর পর তাঁদের বাগদান সম্পন্ন হয়। অ্যাসাঞ্জ ও স্টেলা মরিস যুগলের দুটি সন্তান আছে। তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক। বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত বছরের নভেম্বরের শেষের দিকে বাগদত্তা স্টেলা মরিসের সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদন খতিয়ে দেখে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অ্যাসাঞ্জের বিয়ের অনুমতি দেওয়া হয়।’

উইকিলকিস প্রতিষ্ঠাতাকে কারাগারের অন্দরে বিয়ে করার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। যদিও বেলমার্শ কারাগারের এক আধিকারিক জানিয়েছেন, সব কয়েদির মতো জুলিয়ান অ্যাসাঞ্জের আবেদন বিবেচনা করে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অ্যাসাঞ্জ ও তাঁর বাগদত্তা স্টেলা মরিস। ‘দ্ গার্ডিয়ান’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘বিয়ের দিন কনে হিসেবে স্টেলা মরসি যে পোশাক পরবেন, তার ডিজাইন করেছেন জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। আর অ্যাসাঞ্জের পূর্বসূরিরা যেহেতু একসময়ে স্কল্যান্ডের বাসিন্দা ছিলেন, তাই বিয়েতে সামরিক ধাঁচে তৈরি স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরবেন তিনি। অ্যাসাঞ্জের পোশাকেরও ডিজাইন করেছেন ভিভিয়েন ওয়েস্টউড। শেষ পর্যন্ত কারাগারে বিয়ের অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত স্টেলা মরিস। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা বিয়ে নিয়ে খুব উত্তেজিত। জুলিয়ানও বিয়ের জন্য মুখিয়ে  রয়েছে। অবশেষে সব বাধা পেরিয়ে নতুন জীবন শুরু করতে চলেছি দুজনে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! বড়শিতে একটি মাছ ধরেই কোটিপতি ১৯ বছরের তরুণ

মৃত ছেলেকে ফেলে রেখেই বাবা-মাকে নিয়ে উড়ল পাক বিমান

প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত প্রখ্যাত পঞ্জাবি কবি সুরজিৎ পাতর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বাগদান সারলেন বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক আব্দু রোজিক, পাত্রী কে?

মোদিকে দেখে অনুপ্রাণিত, ভোটের ময়দানে ওড়িশার চাওয়ালা

তেলঙ্গানায় মাধ্যমিক পাশ করল ধর্ষিতা কিশোরী, লক্ষ্য পুলিশ আধিকারিক হওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর