এই মুহূর্তে




উপরাষ্ট্রপতির অরুণাচল সফর নিয়ে চিনের বক্তব্যের জবাব দিল ভারত

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশকে ভারতের এলাকা মানতে নারাজ চিন। তাই বারবার অনুপ্রবেশ ঘটিয়ে এই এলাকায় প্রবেশ করতে চায় চিনা সৈন্যরা। যা নিয়ে একপ্রস্থ বিশাল অশান্তি হয়েছে গত বছরে। তাই গত সপ্তাহে অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু যাওয়ায় রেগে আগুন চিনা প্রশাসন। গত সপ্তাহে অরুণাচল প্রদেশের বিধানসভায় গিয়ে বক্তব্য রাখেন বেঙ্কাইয়া নাইডু। তারপরেই রেগে যায় শি জিনপিং-এর প্রশাসন। চিনের তরফে বিদেশমন্ত্রকের প্রতিনিধি ঝাও লিজিয়ন বলেন, ‘চিন-ভারত সীমান্তের প্রশ্নে চিনের অবস্থান স্পষ্ট। চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চিন।’

যার পাল্টা আজ জবাব দিয়েছে ভারত। অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের তরফে পাল্টা জবাব দিয়ে চিনকে সতর্ক করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার চিনা অভিযোগের জবাবে জানিয়েছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ প্রশ্নে কোনও আপস করা হবে না। এ ক্ষেত্রে চিনের আপত্তি আমরা খারিজ করছি। ভারতীয় নেতারা যেমন নিয়মিত ভাবে বিভিন্ন রাজ্য সফর করেন তেমন ভাবেই অরুণাচলেও করবেন। এ ক্ষেত্রে ভবিষ্যতেও কোনও আপত্তি গ্রাহ্য করা হবে না।’

চিন নিয়ে ভারতের সম্পর্ক ফের অবনতি হচ্ছে বলাই যায়। যার সূত্রপাত হয় চলতি বছরের শেষে চলতি মাসের গোড়াতেই অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে শতাধিক চিনা সেনা ভারতীয় এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ। তবে ওই এলাকায় মোতায়েন ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের পরে তারা পিছু হটে বলে জানা যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীর্ষ ধনী মুকেশ আম্বানি, প্রথমবার ধনকুবেরের তালিকায় শাহরুখ খান, কত টাকার মালিক?

অষ্টমীর রাতে ভয়াবহ ঘটনা! ২ শিশুকে খুন করে বাড়িতে আগুন ধরিয়ে দিল মানসিক ভারসাম্যহীন

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বাড়বে ডিএ, সিদ্ধান্ত আজ

টিকিট না কেটে ট্রেনে ওঠায় যাত্রীর উপর চড়াও টিটি, নির্যাতনের ঘটনা নিজেই ফেসবুক লাইভ করলেন যাত্রী

বন্ধ হয়ে যাচ্ছে UPI-এর বিশেষ পরিষেবা, গ্রাহকরা মহা বিপদের সম্মুখীন

অন্তর্জলি যাত্রা! ৩৫ বছরের তরুণীকে বিয়ের পর দিন মৃত্যুর কোলে ৭৫ বছরের বৃদ্ধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ