এই মুহূর্তে




মাকে বাঁচানোর শেষ চেষ্টায় ব্রিটিশ চিকিৎসকদের পাঠালেন খালেদা পুত্র তারেক

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁর চিকিৎসার সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মোদি সরকারও একই প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই চিন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকদল হাল ছেড়ে ফিরে গিয়েছেন। কারণ গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সাড়া দেননি খালেদা জিয়া। এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, চিনের পর তাঁর চিকিৎসার জন্যে ব্রিটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদল আসছে ঢাকায়। মায়ের চিকিৎসার জন্যে বিদেশি চিকিৎসক পাঠাচ্ছেন তারেক। কিন্তু যে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে সেই এভারকেয়ার কর্তৃপক্ষ তদারকি সরকারকে জানিয়ে দিয়েছে, কার্যত ব্রেন ডেথ হয়েছে খালেদার। যদিও বিষয়টি গোপন রাখার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খালেদার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাঁর ব্রেন ডেথের খবরটি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মায়ের সঙ্গে এখনও দেখা করতে পারেননি খালেদা পুত্র তারেক রহমান। তাই বিদেশে থেকে মায়ের সব চিকিৎসার ব্যবস্থা করছেন তারেক। মঙ্গলবার কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জন্যে গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহায়তা দিতে ব্রিটেন থেকে চিকিৎসকদল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসছেন। পাশাপাশি চিনের আরও একটি বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার কথা রয়েছে। ব্রিটেন ও চিনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

আপাতত গোটা দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর সুস্থ হওয়ার জন্যে কোরান পাঠ শুরু করেছেন। কোথাও কোথাও অত্যুৎসাহী বিএনপি কর্মীরা পশুবলিও চড়িয়েছেন। গত রবিবার (২৩ নভেম্বর) হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানী ঢাকায় এভারকেয়ারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে ICU-তে রাখা হয়। জানা গিয়েছিল, তাঁর অবস্থার উন্নতির জন্যে তাঁকে ইউরোপ কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। কিন্তু তাঁর অবস্থার অবনতির কারণে তাঁর চিকিৎসকরা তাতে রাজি হননি।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড ইন্দোনেশিয়া, সুমাত্রায় মৃতের সংখ্যা বেড়ে ৭০০

তালিবানি ফতোয়ায় ১৩ বছরের যুবকের গুলিতে ঝাঁঝরা ব্যক্তি, দর্শক ৮০ হাজার

মৃত্যুমিছিলের ক্ষত নিয়ে নতুন জীবন শুরু, ৫৪ দম্পতির গণবিবাহ গাজায়

খালেদা জিয়াকে দেখতে রাতেই হাসপাতালে ছুটলেন তিন বাহিনীর প্রধান, জল্পনা তুঙ্গে

নয়া চাল শাহবাজের? পাকিস্তানে হিন্দু-সহ সংখ্যালঘুদের রক্ষায় জাতীয় কমিশন গঠন

‘কেমন আছেন ইমরান খান?’, আদিয়ালা জেলে দেখে আসার পর কি জানালেন বোন উজমা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ