এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতায় বঙ্গবন্ধুর জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন গৌতম ঘোষ

নিজস্ব প্রতিনিধি: এপার বাংলা- ওপার বাংলার সু-সম্পর্কের কথা সকলেই জানেন। বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতের সাহায্যের ইতিহাস বিশ্বজুড়ে খ্যাত। মুক্তিযুদ্ধের মূল হোতা ছিলেন শেখ মুজিবর রহমান। এই বঙ্গবন্ধু (Banga Bandhu)  কলকাতায় কাটিয়েছেন তাঁর জীবনের অনেকটা মূল্যবান সময়। সেই ইতিহাসই ধরা পড়বে তথ্যচিত্রে। পরিচালক পশ্চিমবঙ্গের বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ।

তথ্যচিত্রের নাম ‘কলকাতায় বঙ্গবন্ধু’। ফ্রেণ্ডস অব বাংলাদেশ ও কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের প্রযোজনায় এই তথ্যচিত্র নির্মিত হচ্ছে। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়েছে। উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। তথ্যচিত্র হবে ৩০ মিনিটের। এই তথ্যচিত্র নিয়ে গত ১৯ মার্চ চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ উপ দূতাবাসে। মনে করা হচ্ছে চলতি বছরের আগামী জুন মাসের মধ্যে তথ্যচিত্র নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, তথ্যচিত্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছিল গত ৪ এপ্রিল। তা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার মওলানা আজাদ কলেজে। প্রসঙ্গত এই কলেজ আগে ইসলামিয়া কলেজ নামে পরিচিত ছিল।

উল্লেখ্য, মওলানা আজাদ কলেজে ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মুজিবর রহমান। তিনি ছিলেন এই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু তৎকালীন সময়ে সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছিলেন। কলকাতা জুড়ে রয়েছে বংবন্ধুর স্মৃতি। এবাদেও রাজনৈতিক কারণে বা চিকিৎসার কারণে বারবার কলকাতা এসেছেন বঙ্গবন্ধু। সেই জানা ও অজানা গল্প ফুটে উঠবে তথ্যচিত্রে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,বঙ্গবন্ধু নিয়ে এই ঐতিহাসিক কাজ আরও একবার প্রমাণ করল ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) বন্ধুত্ব। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কলকাতা পর্বকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর জীবন বিশ্লেষণ অপূর্ণ থেকে যেত। তাই এই উদ্যোগ।

তথ্যচিত্র প্রসঙ্গে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ বলেছেন,   আগামী সাত দিন তিনি ঢাকা ও টুঙ্গিপাড়ায় থাকবেন। তথ্যচিত্রের উপাদান সংগ্রহ করবেন, বলে জানিয়েছেন। ব্লেন, যখন ক্যামেরা চালানো হচ্ছে তখন যেন মনে হচ্ছে বঙ্গবন্ধু স্বয়ং ঘুরে বেড়াচ্ছেন। তথ্যচিত্র নির্মাণে আলাদা আবেগ কাজ করেছে। বঙ্গবন্ধুর অসম্পূর্ণ আত্মজীবনী (Biopic) এবং মুজিবর রহমানের কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর তাঁকে নিয়ে লেখা বইয়ের ওপর নির্ভর করেই এই তথ্যচিত্রের স্ক্রিপ্ট তৈরি হয়েছে। সেই সময়ের ছবি এই সময়ে তুলে ধরা চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন পরিচালক। বাংলায় নির্মিত এই তথ্যচিত্রের সাবটাইটেল হবে ইংরেজিতে। পরবর্তীকালে ইংরেজিতে ডাব করা হবে তথ্যচিত্রটি। বক্তব্য থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে তৈরি করেছিল একটি তথ্যচিত্র। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের একটি অংশ হিসেবেই নির্মিত হচ্ছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রটি ( Docu Film)। যা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ (West Bengal) সহ ভারত ও বাংলাদেশে দেখা গিয়েছে আবেগ ও উন্মাদনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লির রক্তচাপ বাড়িয়ে মে মাসে বাংলাদেশ ও চিনের যৌথ সামরিক মহড়া

সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার পথে এক ধাপ এগোলেন বাঁধন

বাঁশের চালে রান্না হচ্ছে ভাত, পায়েস, ব্য়াপারটা কী

তাপপ্রবাহে জ্বলছে বাংলাদেশ, ঢাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

বিনা চিকি‍ৎসায় মারা গেলেন বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিবনারায়ণ দাস

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন গোয়েন্দা সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর