এই মুহূর্তে




তিন দশক আগের ধর্ষণ মামলায় বাংলাদেশি বংশোদ্ভুত চিকি‍ৎসককে খুঁজছেন মার্কিন গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ২৯ বছর আগে ব্রিটেনের পেনসিলভানিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামের বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলা। বিচার এড়াতে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। তাঁকে ধরতে ফিলাডেলফিয়ার ফেডারেল আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই মামালতেই এবার ব্রিটেনের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মোস্ট ওয়ান্টেড হিসেবে চিকিৎসক জাহিদুল ইসলামের ছবি ও তথ্য দিয়ে নোটিশ জারি করেছে।

জাহিদুলের বিরুদ্ধে ১৯৯৬ সালের ৩ অক্টোবর ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে, মামলাতে এমনটাই অভিযোগ করা হয়েছে। জাহিদুলের বিরুদ্ধে ওই মহিলা হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন ছিলেন। সেই সময়ে এই ঘৃণ্য কাজের অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, চিকিৎসক জাহিদুল ইসলাম মহিলাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে তার উপর যৌন নির্যাতন করেন।

আরও পড়ুন: পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা নিয়ে বিবাদ, প্রেমিকের পুরুষাঙ্গে লাথি মেরে খুন প্রেমিকার

ঘটনার পরেই পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া আদালতে মামলা করা হয়। তারপর ১৯৯৭ সালের জুলাইয়ে জাহিদুলের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।ঘটনার পরেই পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া আদালতে মামলা করা হয়। তারপর ১৯৯৭ সালের জুলাইয়ে জাহিদুলের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলার তিন দশক ধরে বিচার না হাওয়ার কারণে এফবিআই অভিযুক্তকে খুঁজতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পেজ থেকে লেখা হয়েছে জাহিদুল ইসলাম এবং তাঁর চিকিৎসক স্ত্রী সম্ভবত একসঙ্গে রয়েছেন। বর্ণনায় লেখা রয়েছে,   তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। ওজন ১৬০ পাউন্ড। কালো চুল আর বাদামি চোখ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশ গড়তে তাঁর অবদান অনস্বীকার্য ‘, খালেদার মৃত্যুতে শোকস্তব্ধ শেখ হাসিনা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

গৃহবধূ থেকে রাজনীতিবিদ, যেভাবে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নেন খালেদা জিয়া

জলপাইগুড়ির নয়া বস্তি‌‌ থেকে গুলশানের ফিরোজা, খালেদার দীর্ঘ যাত্রাপথ

‘‌আম্মা আর নেই’‌, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা দিলেন ছেলে তারেক

 ভোটে লড়া হচ্ছে না হিরো আলমের, জমাই দিতে পারলেন না মনোনয়নপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ