27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:16 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ থেকে জঙ্গিবাদ (Militancy) নির্মূলে শেখ হাসিনা সরকারের (Sk. Hasina Government) ভূমিকার প্রশংসা করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Envoy In Dhaka) পিটার হাস (Peter Hass)। আজ শুক্রবার হোলি আর্টিজান (Holey Artisan) বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর পূর্তি উপলক্ষে হামলায় নিহত দুই পুলিশ আধিকারিকের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত (US Envoy)। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ (Bangladesh) যে ভূমিকা পালন করে চলেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। হোলি আর্টিজানে (Holey Artisan) ভয়াবহ জঙ্গি হামলার পরে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী ও ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
আজ থেকে ছয় বছর আগে ২০১৬ সালের পয়লা জুলাই রাত নয়টা নাগাদ ঢাকার অভিজাত এলাকা গুলশানের নামী রেস্তোরাঁ হোলি আর্টিজানে অতর্কিতে হামলা চালিয়েছিল পাঁচ জঙ্গি। টানা বেশ কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে রেস্তোরাঁয় উপস্থিত থাকা ১৭ জন বিদেশি নাগরিককে খুন করে। তাদের মধ্যে তারিশি জৈন (Tarishi Jain) নামে এক ভারতীয় নাগরিক (Indian Citizen) ছিলেন। তা ছাড়াও জাপানের সাত নাগরিক ও ইতালির দশজন নাগরিক প্রাণ হারান। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে প্রাণ হারান বনানী থানার ওসি সালাউদ্দিন সহ দুই পুলিশ আধিকারিক। তবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের কব্জা থেকে ৩২ জনকে জীবিত আবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। ওই ঘটনার পরেই গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা নিচু হয়ে গিয়েছিল।
যদিও হোলি আর্টিজানে হামলার পরেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছিল বাংলাদেশ সরকার। প্রায় দেড় হাজার জঙ্গিকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। আর একসঙ্গে বিপুল সংখ্যক জঙ্গি গ্রেফতার হওয়ার পরে দেশজুড়ে নাশকতামূলক কাজকর্ম অনেকটাই কমেছে।