-273ºc,
Tuesday, 30th May, 2023 12:17 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বুধবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী ঢাকার নয়াপল্টন। সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। যদিও তিনি বিএনপি সমর্থক কিনা তা এখনও জানা যায়নি। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ২০ জন বিএনপি কর্মী-সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যুযুধান দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির কর্মী-সমর্থকরা। ভিড়ের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বিএনপি কর্মী-সমর্থকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। কিন্তু সেই আর্জিতে সাড়া না দিয়ে উল্টে পুলিশের উপরে চড়াও হন খালেদা জিয়ার দলের কর্মী-সমর্থরা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। পাল্টা বিএনপি কর্মীদের তাড়া করে পুলিশ। বেলা তিনটে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিএনপি কর্মীদের তাড়ায় প্রথমে কিছুটা পিছু হঠে পুলিশ। পরে জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গুলি চালায়। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
প্রায় তিন ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর ওই সংঘর্ষের ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী থেকে পথচারী সাধারণ মানুষ। অনেকেই প্রাণভয়ে পালাতে থাকেন। বেশ কয়েকজন দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন। ক্ষুব্ধ বিএনপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ার পরে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন রাস্তা অবরোধ করার চেষ্টা করে।