-273ºc,
Friday, 9th June, 2023 3:35 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শোকের ছায়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের পরিবারে। জন্মের আগেই যমজ সন্তানদের হারালেন অভিনেতা পরিবার। অনেকদিন আগেই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিয়েছিলেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এও জানিয়ে ছিলেন, যমজ সন্তানের বাবা হতে চলেছেন তিনি। কিন্তু সুখ যেন সহ্য হল না, গত ৫ মে স্ত্রীর গর্ভপাতের কারণে অনাগত দুই সন্তানকে হারান এই অভিনেতা। শোকের খবরটি গতকাল সামাজিক মাধ্যমে জানালেন শোকসন্তপ্ত অভিনেতা। একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘তাঁদের নাম রেখেছিলাম প্রিয় আর মায়। কিন্তু পৃথিবীতে আসার আগেই তাঁরা আল্লাহর প্রিয় হয়ে গেল!’ অনেকেই অভিনেতার এই পোস্টে সহমর্মিতা ও দুঃখপ্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে অভিনেতার মনের শান্তি কামনা করেছেন।
এই প্রসঙ্গে ইরফান সাজ্জাদ আরও বলেন, “আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা তাঁর। এরমধ্যেই আমরা জানতেন পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। গত (৫ মে) দুপুরে চেন্নাই থেকে ঢাকায় ফেরার কথা ছিল। ফ্লাইটের টিকিটও কনফার্ম ছিল। আর সেদিন সকালেই হঠাৎই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বড় সার্জারি করা হয়। কিন্তু চিকিৎসকরা আমার স্ত্রীকে বাঁচাতে পারলেও আমাদের ৬ মাসের অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি। কারণ আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মূহুর্তে চিকিৎসকের হাতে কোন উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর। এখনও আমার স্ত্রী অসুস্থ। আমি যে ঠিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। দোয়া করবেন যেন আমার স্ত্রীকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেশে ফিরতে পারি।”
আপাতত কাজ বন্ধ রেখেছেন অভিনেতা। বাংলাদেশের বিনোদন মহলের একটি নির্দিষ্ট মুখ সাজ্জাদের। একাধিক বিজ্ঞাপন এবং নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আর অভিনেতার স্ত্রী শারমিন সাজ্জাদ একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা।