এই মুহূর্তে




ঢাকায় ডেরা বেঁধে হুজি-সহ ইসলামি জঙ্গিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক তালিবান শীর্ষ নেতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের বিরুদ্ধে যখন সরাসরি জেহাদ ঘোষণা করেছে বাংলাদেশের ইসলামি জঙ্গিরা, তখনই গোপনে ঢাকায় ডেরা বেঁধে হুজি-সহ সন্ত্রাসী সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন শীর্ষ তালিবান নেতা মোল্লা নুর আহমদ ওরফে মোল্লা জাওয়ান্দি। শুধু বৈঠক করেননি, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বিশেষ ‘যোদ্ধা বাহিনী’ গঠন করতে গত কয়েকদিন ধরে একাধিক মাদ্রাসা পরিদর্শন করেছেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলে ‘বাংলাদেশের ভবিষ্যত তালিবান যোদ্ধাদের’ বাছাইও করেছেন। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক মোল্লা জাওয়ান্দির এমন গতিবিধি ও কার্যকলাপ ভারতের গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই শাহবাগে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখার প্রধান ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে শুরু হওয়া ধর্না মঞ্চ থেকে ‘কাশ্মীরের আজাদি’ নিয়ে শ্লোগান উঠেছে।

বাংলাদেশ সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদির অন্যতম নেতা আবু সায়েম খালেদের আমন্ত্রণে গত ২১ ডিসেম্বর ঢাকায় এসেছেন শীর্ষ তালিবান নেতা মোল্লা জাওয়ান্দি। রাত ১১টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছন তিনি। পর দিন থেকেই শুরু করেছেন বিশেষ কর্মসূচি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাদ্রাসা শিক্ষক ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ছাড়াও হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া কারামিয়া মাদ্রাসার পাশাপাশি রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায়ও গিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের জামিয়া কারামিয়া মাদ্রাসায় ঘুরে গিয়েছিলেন আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাযহার সাঈদ শাহ সফর করেছিলেন।

গত ২৭ ডিসেম্বর শনিবার  রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সমাবেশের নাম ছিল “ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট”। সেখানে মোল্লা জাওয়ান্দির থাকার কথা ছিল। কিন্তু তিনি যাননি। সমাবেশে হুজির প্রাক্তন আমির রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদের পরিবারের সদস্যরা ছিলেন। সমাবেশে খাবার সরবরাহ করেছে মুফতি শহিদুল ইসলাম প্রতিষ্ঠিত আল-মারকাজুল ইসলামী। বর্তমানে সংগঠনের চেয়ারম্যান তাঁর ছেলে হামযাহ বিন শহিদুল ইসলাম। সূত্রের খবর, সোমবার রাতে মোল্লা জাওয়ান্দির সঙ্গে বৈঠক করবেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পাশাপাশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি। চলতি মাসের শেষ দিনেই বাংলাদেশ ছাড়বেন মোল্লা জাওয়ান্দি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশ গড়তে তাঁর অবদান অনস্বীকার্য ‘, খালেদার মৃত্যুতে শোকস্তব্ধ শেখ হাসিনা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

গৃহবধূ থেকে রাজনীতিবিদ, যেভাবে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নেন খালেদা জিয়া

জলপাইগুড়ির নয়া বস্তি‌‌ থেকে গুলশানের ফিরোজা, খালেদার দীর্ঘ যাত্রাপথ

‘‌আম্মা আর নেই’‌, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা দিলেন ছেলে তারেক

 ভোটে লড়া হচ্ছে না হিরো আলমের, জমাই দিতে পারলেন না মনোনয়নপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ