এই মুহূর্তে

টয়লেটে রসুন কেন ফেলা হয়? কারণ জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিনিধি: আপনি কি কখনও শুনেছেন কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে টয়লেটে একটি রসুনের কোয়া ফেলে রাখে ? শুনতে অদ্ভুত লাগলেও বহু বাড়িতেই এটি দেখা যায়। কেউ বলেন এতে পোকামাকড় পালায়, কেউ আবার মনে করেন টয়লেটের দুর্গন্ধ কমে। আসলে এই বিশ্বাসের নেপথ্যে রয়েছে কিছু ঘরোয়া টিপস। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তবে সত্যিই কি টয়লেটে রসুন ফেলা কাজে দেয় ? নাকি এত উল্টো সমস্যা বাড়ে? আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি।

পোকামাকড় তাড়াতে রসুনের ব্যবহার
রসুনের তীব্র গন্ধের কারণে অনেকেই বিশ্বাস করেন এটি টয়লেটের আশেপাশে থাকা তেলাপোকা, ইঁদুর ও ড্রেনের পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। সেই কারণেই কেউ কেউ ফ্ল্যাশ করার আগে রসুন কেটে টয়লেটে ফেলে দেন, যাতে গন্ধ পাইপের ভিতরেও ছড়িয়ে পড়ে। এই গন্ধ নাকি পোকামাকড়ের জন্য বিপদজ্জনক।

রাতে টয়লেট কম ব্যবহার হওয়ায় অনেকেই শোবার আগে টয়লেটে রসুন রেখে দেন। রসুনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হালকা ব্যাকটেরিয়াজনিত দুর্গন্ধ কিছুটা কমাতে পারে। তবে এটি কোনও সুগন্ধি নয়! দুর্গন্ধ পুরোপুরি দুর না হলেও সাময়িকভাবে দমন করতে পারে।

আরও পড়ুন: একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

কিছু বাড়িতে রসুন বেটে গরম পানিতে ফুটিয়ে সেই জল টয়লেটে ঢেলে দেওয়া হয়। এতে টয়লেট সিটের হলুদ দাগ ও জমে থাকা ময়লা নরম হয়ে যায়, ফলে সকালে ব্রাশ দিয়ে পরিষ্কার করা তুলনামূলক সহজ হয়।
কিছু বাড়িতে রসুন বেটে গরম পানিতে ফুটিয়ে সেই জল টয়লেটে ঢেলে দেওয়া হয়। এতে টয়লেট সিটের হলুদ দাগ ও জমে থাকা ময়লা নরম হয়ে যায়। ফলে সকালে ব্রাশ দিয়ে পরিষ্কার করা তুলনামূলক সহজ হয়। মাঝেমধ্যে একটি রসুনের কোয়া ব্যবহার করলে বড় কোনও ক্ষতি হয় না। কিন্তু নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে। তাই প্লামবাররাও প্রতিদিন রসুন ব্যবহারের পরামর্শ দেন না।

কী কী ক্ষতি হওয়ার সম্ভবনা?
১. পাইপে রসুন জমে ব্লকেজ হওয়ার আশঙ্কা
২. পুরোনো টয়লেট লাইনে ক্ষতি
৩. সেপটিক ট্যাঙ্ক দ্রুত ভরে যাওয়া

টয়লেটে রসুন ব্যবহার কোনও অলৌকিক সমাধান নয়। এটি টয়লেটকে পুরোপুরি পরিষ্কার করে না বা দীর্ঘ সময়ের জন্য দুর্গন্ধ দূর করতে পারে না। এর প্রভাব খুবই সীমিত। মূলত মানসিক তৃপ্তির জন্যই মানুষ এই পদ্ধতি অনুসরণ করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

চুলের পরিচর্যায় বিয়ার ব্যবহার জানলে অবাক হবেন, হবে বহু সমস্যার সমাধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ