এই মুহূর্তে




সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধাকে ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট, অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ কোটি




নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতির এক হাড়হিম করে দেওয়া ঘটনা সামনে এসেছে। ৮৬ বছরের বৃদ্ধাকে প্রায় ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ কোটি টাকা গায়েব করা হল। এই দুই মাসের সময়সীমার মধ্যে ওই বৃদ্ধাকে ভয় দেখানো চলছি। দেওয়া হচ্ছিল হুমকি। এমনকি বৃদ্ধার সন্তানদের গ্রেফতারেরও হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।

একটি অজানা নম্বর থেকে কল আসার মধ্য দিয়ে এই সাইবার জালিয়াতির সূত্রপাত হয়। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সন্দীপ রাও বলে পরিচয় দেয় এবং বলে যে সে একজন সিবিআই অফিসার। এর পরে, তিনি অভিযোগ করেন যে বৃদ্ধার নাম এবং নথি ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের কাছে টাকা পাঠানো হয়েছে।

ভুয়ো সিবিআই অফিসার মহিলাকে বলে যে মামলাটি সিবিআইয়ের বিশেষ তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। বৃদ্ধাকে হুমকি দেওয়া হয় যে এই মামলায় তাঁর সন্তানদের গ্রেফতার করা হতে পারে। পাশাপাশি তাঁর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। মোট কথা হল, তদন্তে সহযোগিতা না করলে পুলিশ বৃদ্ধার বাড়িতে আসবে।

এর পরে বৃদ্ধাকে বলা হয় যে ডিজিটাল ইন্ডিয়া আন্দোলনের জন্য তিনি থানায় না গিয়েই ই-তদন্তে সহায়তা করতে। তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। এরপর তদন্তের নামে বৃদ্ধার কাছ থেকে ব্যাংকের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।

আতঙ্কগ্রস্ত বৃদ্ধা বাড়িতে কিছুই জানাননি। এরপর তাঁকে ডিজিটালি গ্রেফতার করা হয় এবং আত্মীয় পরিজনকে এই বিষয়ে জানাতে বারণ করা হয়। বিশ্বাস করে ৮৬ বছরের বৃদ্ধা পারিবারিক ব্যবসা এবং পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য দেন। এই ঘটনা প্রায় ২ মাস ধরে চলে।

ভুয়ো ফোন আসত পড়ত ৩-৪ ঘণ্টা অন্তর। জানতে চাওয়া হত তিনি কোথায় রয়েছেন। প্রায় মাস দুয়েক পর বৃদ্ধাকে বলা হয় যে তিনি যদি এই মামলা থেকে নিজের নাম সরাতে চান, তাহলে একটি প্রক্রিয়া রয়েছে। সেটি হল তাঁর ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা আদালতের অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। সাইবার প্রতারকরা এই বলে বৃদ্ধাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তদন্ত শেষ হওয়ার পরে তিনি আবার টাকা ফেরত পাবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। তখন বৃদ্ধা নিজের ভুল বুঝতে পারেন এবং ৪ মার্চ একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ মীরা রোড থেকে ২০ বছর বয়সী দু’জনকে গ্রেফতার করে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২২ ঘণ্টা হেঁটে বৈসরনে পৌঁছেছিল জঙ্গিরা, তদন্তে বিস্ফোরক তথ্য

পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর