27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:56 pm
নিজস্ব প্রতিনিধি:মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। সে রাজ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election) ক্ষমতা দখল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের ইস্তেহার প্রকাশ করতে চলেছে জোড়াফুল শিবির। আগামী ২৪ জানুয়ারি, মঙ্গলবার মেঘালয়ে ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
প্রসঙ্গত গত ১৮ জানুয়ায়রি মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওইদিন মেঘালয়ে রাজননৈতিক সভা করেন মমতা এবং অভিষেক। সেই সভা থেকে মেঘালয়ে সরকার গড়ার বিষয়ে আশা প্রকাশ করেন তৃণমূলসুপ্রিমো। তৃণমূল কংগ্রেস পরিচালিত সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দলনেত্রী স্বয়ং উপস্থিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মেঘের রাজ্যে এদিন একগুচ্ছ জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আদলে সে রাজ্যে একাধিক প্রকল্প চালু করা হবে বলে জানান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। আগামী ২৪ তারিখে ইস্তেহার প্রকাশ করে মেঘালয়ের মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য মেঘালয়ে বর্তমানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে ভালো লড়াই দিতে পারলে ক্ষমতায় চলে আসা কঠিন নয় তৃণমূল কংগ্রেসের। আর তাই নির্বাচনকে পাখির চোখ করে সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন নাগাল্যান্ডেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। যদিও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।