এই মুহূর্তে




ভগবান আয়াপ্পার মুসলিম সঙ্গীকে ‘জঙ্গি’ বলায় সন্ন্যাসীর বিরুদ্ধে দায়ের মামলা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি এক সমাবেশে ভগবান আয়প্পার মুসলিম সঙ্গী ভাভারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কেরলের এক হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যপক ক্ষোভের।

চেনকোট্টুকোনমের শ্রীরাম দাস মিশনের সাধু, সন্ন্যাসী সান্তানন্দ মহর্ষি,পান্ডলামে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলি দ্বারা আয়োজিত শবরীমালা সুরক্ষা শীর্ষ সম্মেলনে আপত্তিকর মন্তব্য করেছিলেন। অভিযোগ, তাঁকে বলতে শোনা গিয়েছে, “ভগবান আয়াপ্পার সঙ্গে ভাবরের কোনও সম্পর্ক নেই এবং তিনি আয়াপ্পাকে আক্রমণ করতে এসেছিলেন। ভাবর একজন সন্ত্রাসবাদী, যে যুদ্ধে আয়াপ্পাকে পরাজিত করতে এগিয়ে এসেছিলেন। তার কাছে প্রার্থনা করা উচিত নয়।” এই মন্তব্যের পরেই আইনজীবী এবং কংগ্রেস কর্মী অনুপ ভিআর সহ বেশ কয়েকজন ব্যক্তি দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, ‘সন্ন্যাসীর বক্তব্য ভক্তদের অনুভূতিতে আঘাত করেছে, সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে এবং সহিংসতার প্রবণতাকে উস্কে দিয়েছে।’

পান্ডালম পুলিশ ধর্ম ও বর্ণের ভিত্তিতে শত্রুতা প্রচার সহ বিএনএসের একাধিক ধারায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, শবরীমালায় আসা বেশিরভাগ তীর্থযাত্রী ঐতিহ্যগতভাবে ভাওয়ার মসজিদে নামাজ পড়ার জন্য ইরুমেলিতে যান কারণ ভাওয়ারকে ভগবান আয়াপ্পার একনিষ্ঠ বন্ধু বলে মনে করা হয়। কিংবদন্তিরা তাঁকে একজন যোদ্ধা হিসেবে বর্ণনা করেছেন যিনি প্রথমে আয়াপ্পার সঙ্গে যুদ্ধ করেছিলেন কিন্তু পরে তিনি তাঁর ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ওঠেন। সেখানে সন্ন্যাসী সান্তানন্দ মহর্ষির মন্তব্যকে অনেকে ভালো চোখে নেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লেহ-তে অশান্তির ঘটনায় সোনম ওয়াংচুকের NGO-র FCRA লাইসেন্স বাতিল

থানায় বিচার চাইতে গিয়ে পুলিশ কনস্টেবল ও হোমগার্ডের ধর্ষণের শিকার মহিলা

জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গায়কের সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

ভোট গণনায় বড়‌ বদল নির্বাচন কমিশনের, পোস্টাল ব্যালট নিয়ে নয়া সিদ্ধান্ত

পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সাহায্যকারীকে পাকড়াও করল পুলিশ

দেবী দুর্গাকে নিয়ে ‘অশ্লীল গান’ গাওয়ার অভিযোগ, গ্রেফতার উত্তরপ্রদেশের লোকশিল্পী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ