এই মুহূর্তে




অতিরিক্ত কাজের চাপ সইতে না পেরে নিজেকে বৈদ্যুতিক তারে জড়িয়ে আত্মঘাতী ব্যক্তি




নিজস্ব প্রতিনিধি: কাজের চাপ সইতে না পেরে ফের আত্মঘাতী এক ৩৮ বছর বয়সী ব্যক্তির। প্রচণ্ড কাজের চাপে হতাশাগ্রস্ত হয়ে চেন্নাইয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন ৩৮ বছর বয়সী একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তি নিজেকে বিদ্যুৎস্পৃষ্ট করে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির স্ত্রী বাড়িতে এসে একটি বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় দেখতে পান স্বামীকে। ঘটনার দিন, ওই ব্যক্তির স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি বাপের বাড়ি গিয়েছিলেন দিন কয়েক আগেই। আর বউয়ের অনুপস্থিতিতেই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে বেশিরভাগ শিক্ষার্থীরাই মোটা টাকা বেতনের লোভে বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডার মতো জায়গায় একাধিক বেসরকারি সংস্থাগুলিতে কাজে নিযুক্ত হন।

কিন্তু সেখানে মারাত্মক কাজের চাপে অনেকেই চাকরি ছেড়ে দেন। আবার কেউ চাপ সইতে না পেরে নিজের জীবন বলি দেয়। এমন উদাহরণ রয়েছে প্রচুর। প্রাথমিক তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর থেনি জেলার বাসিন্দা কার্তিকেয়ান। কিন্তু কর্মসূত্রে তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে চেন্নাইতে থাকতেন তিনি, তাঁর দুই সন্তানের বয়স ১০ এবং ৮ বছর। কার্তিকেয়ান গত ১৫ বছর ধরে একটি সফটওয়্যার ফার্মে কর্মরত। পুলিশ জানিয়েছে, দুই মাস আগেই কার্তিকেয়ান কাজের চাপের কারণে মন খারাপের অভিযোগ করেছিলেন এবং দুই মাস ধরে বিষণ্নতার জন্য চিকিৎসাধীন ছিলেন। অবশেষে নিজেকে শেষ করেই ফেললেন তিনি। তবে আত্মহত্যা করার দিন বাড়িতে একাই ছিলেন কার্তিকেয়ান। তাঁর স্ত্রী কে জয়রানি সোমবার চেন্নাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে থিরুনাল্লুর মন্দিরে গিয়েছিলেন।

তিনি তার বাপের বাড়িতে শিশুদের রেখে তীর্থযাত্রায় গিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে একাধিকবার দরজা ধাক্কা দেওয়ার পরেও কোনও সাড়া না মেলায় অবশেষে তাঁর কাছে থাকা অতিরিক্ত চাবি ব্যবহার করেন এবং দরজা খুলে দেখতে পান কার্তিকেয়নকে তার শরীরের চারপাশে বৈদ্যুতিক তার জড়িয়ে মৃত অবস্থায় শুয়ে আছেন। এরপরেই নিহত ব্যক্তির স্ত্রী অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। গত সপ্তাহেই কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণে আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইএন্ডওয়াই) এর ২৬ বছর বয়সী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মৃত্যুর ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজের চাপে হতাশার কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওই তরুণী। এরপর কর্মরত সংস্থাটি তরুণ কর্মচারীর মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে দুঃখপ্রকাশ করেছে। কিন্তু এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তরুণীর মা পরে অভিযোগ করেছিলেন যে, অতিরিক্ত কাজের চাপ অবশেষে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই ঘটনার দিন কয়েক কাটতে না কাটতে আবারও বেসরকারি সংস্থায় কাজের চাপে কর্মচারী মৃত্যুর খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Ratan Tata-কে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জামশেদপুরের ৩৩২ পুজো কমিটি

সম্পত্তির জন্য সন্তানদের অত্যাচার, জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

যোগীরাজ্য গম চুরির সন্দেহে ৩ দলিত কিশোরকে মাথা ন্যাড়া করিয়ে ঘোরানো হল গ্রামে

হরিয়ানার ভোটে  বিপর্যয়ের জন্য নাম না করে হুদাদের নিশানা রাহুলের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর