এই মুহূর্তে




রাজ পরিবারের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র উদয়পুর, চলল পাথর বৃষ্টি, জখম ১০




নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: মরু রাজ্যে রাজ পরিবারগুলির মধ্যে সম্পত্তির মালিকানা নিয়ে লড়াই দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে শরিকি বিবাদ গড়িয়েছে রাস্তায়। কিন্তু সোমবার (২৫ নভেম্বর) সম্পত্তির মালিকানা নিয়ে উদয়পুরের রাজ পরিবারের দুই উত্তরাধিকারীর মধ্যে লড়াই নেমে এল রাস্তায়। রাজবাড়ি হিসাবে পরিচিত সিটি প্যালেসের দখল নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়াছুড়ির পাশাপাশি হাতাহাতিতেও জড়িয়ে পড়লেন দুই গোষ্ঠীর সমর্থকরা। সংঘর্ষে কমপক্ষে জনা দশেক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। রাজপুত সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলাকালীন প্রাণ নিয়ে পালাতে দেখা গেল পুলিশকেও। গভীর রাতে অবশ্য বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মেওয়াড়ের রাজা মহেন্দ্র সিংহ মেওয়ার। তাঁর মৃত্যুর পরে মেওয়ারের রাজা হিসাবে অভিষিক্ত হন রাজাসমন্দের বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং। যাঁর স্ত্রী স্থানীয় বিজেপি সাংসদ মহিমা কুমারী। বাবার মৃত্যুর পরে সোমবারই (২৫ নভেম্বর) রাজ্যাভিষেক হয়েছে বিশ্বরাজ সিংহ মেওয়ারের। চিতোরগড়ে রাজ্যাভিষেকের অনুষ্ঠান শেষে কুলদেবী ধুনিমাতার আশীর্বাদ নিতে সমর্থকদের নিয়ে উদয়পুর সিটি প্যালেসে পৌঁছন তিনি। কিন্তু সিটি প্যালেসের গেট বন্ধ করে রাখেন বিশ্বরাজ সিংহ মেওয়ারের তুতো ভাই লক্ষ্য সিংহ মেওয়ার। বহিরাগত যাতে না ঢুকতে পারে তার জন্য প্যালেসের প্রবেশদ্বার ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী। সিটি প্যালেসের মূল দরজা বন্ধ না খোলায় উত্তেজিত হয়ে পড়েন বিশ্বরাজ সিংহের অনুরাগী ও ভক্তরা। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালান ছাড়া। ভিতর থেকে বাধা দেন লক্ষ্য সিংহের আনুরাগীরা। এর পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ইট-পাথর ছুড়ে গেট ভাঙার চেষ্টা চালান মেওয়ারের নয়া রাজার সঙ্গীরা। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় সিটি প্যালেস চত্বর।

উল্লেখ্য, ১৯৮৪ সালেই মেওয়ারের মহারাজ ভগ‍ৎ সিং নিজের বড় ছেলে মহেন্দ্র সিংহকে রাজ সম্পত্তি থেকে বঞ্চিত করতে ছোট ছেলে অরবিন্দ সিংহকে সিটি প্যালেস-সহ রাজ পরিবারের বিভিন্ন অছি পরিষদের পরিচালক পদে বসান। তখন থেকেই দুই পরিবারের মধ্যে লড়াই চলছে। কিন্তু অতীতে দুই পরিবারের লড়াই বা খেয়োখেয়ি এত নিচু পর্যায়ে নামেনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

রণে ক্ষান্ত দিয়ে বৃহস্পতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে

অপহরণ করা হয়েছিল সুনীলকে, এখন কেমন আছেন অভিনেতা?

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

বসা নিয়ে মহিলা যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি, ৪ মাসে মেট্রোর হেল্পলাইনে ২.৫ লক্ষ  ফোন

দারোগার কীর্তি, জেলে পোরার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর