28ºc, Haze
Monday, 27th March, 2023 10:10 am
নিজস্ব প্রতিনিধি: পানীয় জলের ব্যবসায় দুনিয়া কাঁপানোর পরে এবার প্রযুক্তি দুনিয়াতেও পা রাখছে কোকা কোলা। আর প্রযুক্তি দুনিয়ায় পা রাখতে গিয়ে প্রথমেই স্মার্ট ফোন নিয়ে হাজির হচ্ছে। বিখ্যাত তথ্য প্রযুক্তি বিশারদ মুকুল শর্মা কোকা কোলার নয়া অ্যাডভেঞ্চার ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই বাজারে স্মার্ট ফোন নিয়ে আসছে কোকা কোলা। একটি বিখ্যাত ফোন প্রস্তুতকারী সংস্থার হাত মিলিয়ে ওই ফোন নিয়ে আসা হচ্ছে। কোকা কোলার স্মার্ট ফোন কেমন দেখতে হবে তা নিয়েও বিশেষ তথ্য জানিয়েছেন টেক ইনফ্লুয়েন্সার। যদিও স্মার্ট ফোন বাজারজাত করা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি কোকা কোলার শীর্ষ আধিকারিকরা।
কোকা কোলার তৈরি কোলা ব্র্যান্ডের স্মার্ট ফোনের পিছনের অংশের ছবিও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন মুকুল শর্মা। তাতে দুটি রিয়ার ক্যামেরার পাশাপাশি ফোনের ডান অংশে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা দেখা যাচ্ছে। তবে ফোনের সামনের অংশ অর্থাৎ ডায়াল স্ক্রিনের কোনও ছবি দেওয়া হয়নি। এর আগে অপ্পো ও ওয়ান প্লাস নামে দুটি বিখ্যাত ব্র্যান্ডও ম্যাক লরেন ও অ্যাভেঞ্জার্সের মতো দুটি সংস্থার স্মার্ট ফোন বাজারজাত করেছিল।
কোকা কোলা বাজারে স্মার্ট ফোন আনছে এমন সংবাদ জানতে পেরে যথেষ্টই উত্তেজিত নেটা নাগরিকরা। একজন লিখেছেন, ‘কোকা কোলার মতোই যেন কোলা ফোন ঠাণ্ডা থাকে। কেননা ঠাণ্ডা মানেই তো কোকা কোলা।’ আর এক নেটা নাগরিক মজা করে লিখেছেন, ‘ঠাণ্ডা পানীয়ের সঙ্গে এবার ফোন বিনামূল্যে!’