নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ফের উর্ধ্বমুখী সংক্রমণ। আক্রান্তের সংখ্যা অতিক্রম করল ৩১ হাজারের ঘর। বৃহস্পতিবার ২৩ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ( ২২ অগস্ট সকাল আটটা থেকে ২৩ অগস্ট সকাল আটটা পর্যন্ত) ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১, ৯২৩ জন। বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৯৩ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৮২ জন। দুটো সংখ্যাই বুধবারের তুলনায় বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জন। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৬৭৫ জন।
তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবারের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন।