-273ºc,
Saturday, 3rd June, 2023 3:50 am
নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: রামনবমীর দিন ইন্দোরের বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে পুজো দিতে গিয়ে ছাদ ধসে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে। জরাজীর্ণ মন্দিরের ছাদে কীভাবে অগণিত পূণ্যার্থীরা উঠে গেলেন তা নিয়ে মন্দির কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল বৃহস্পতিবার সকালে রামনবমী উপলক্ষে পুজো দিতে ইন্দোরের পটেলনগরে বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে হাজির হয়েছিলেন অগণিত পুণ্যার্থী। দুপুরে মন্দিরে শুরু হয়েছিল যজ্ঞ। ওই যজ্ঞ দেখার জন্য মন্দির চত্বরে থাকা একটি কুয়োর ছাদে ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। ভিড়ের চাপে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা পুরনো ছাদটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ৫০ ফুট নীচে কুয়োর মধ্যে পড়ে যান অসংখ্য পূণ্যার্থী। কংক্রিটের চাঙড়ের নিচে চাপা পড়েন অনেকেই।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল ৩০ জনের মতো পূণ্যার্থী ছাদ ধসে কুয়োয় পড়ে গিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় কুয়োয় পড়ে যাওয়া পূণ্যার্থীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সন্ধে পর্যন্ত গভীর কুয়ো থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশু সহ আরও ১৪ জনকে উদ্ধার করা হয়। সারা রাত ধরে তল্লাশি চালিয়ে আরও ২১ জনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ইন্দোরের জেলাশাসক ইলাইয়ারাজা টি শুক্রবার সকালে জানিয়েছেন, ‘কুয়োয় পড়ে এখনও পর্যন্ত ৩৫ জন পূণ্যার্থী প্রাণ হারিয়েছেন। ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন এখনও নিখোষজ রয়েছেন।’