এই মুহূর্তে




‘দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ করা হোক’, অমিত শাহর কাছে আবদার বিজেপি সাংসদের

নিজস্ব প্রতিনিধি: এক সময় দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। মহাভারতের যুগে পঞ্চপাণ্ডব খাণ্ডববন দহন করে বানিয়েছিলেন তাঁদের রাজধানী। এই খাণ্ডবারণ্যে ছিল নাগ অর্থাৎ সাপেদের বাস। নাজরাজ তক্ষক ছিলেন এই অরণ্যের রাজা। তাঁর আশ্রয়ে থাকতেন অসুরদের বিশ্বকর্মা ময় দানব। তাঁর কৌশল এবং দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে খাণ্ডববন হয়ে ছিল মায়াকানন। ইন্দ্রদেব নাগকূলকে কথা দিয়েছিলেন এই স্থান শুধুমাত্র নাগেদের জন্যই সীমাবদ্ধ থাকবে। মানুষ এখানে বসবাস করবে না।

সেই খাণ্ডবপ্রস্থেই যখন পাণ্ডবরা রাজধানী স্থাপন করতে চাইলেন, তখন তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে দেবরাজের হল প্রবল যুদ্ধ। পুত্রের যুদ্ধবিদ্যায় পারদর্শীতা দেখে মুগ্ধ ইন্দ্রদেব তাঁকে আশীর্বাদ করলেন। তিনি জানালেন এই স্থানে রাজধানী স্থাপন করতে গেলে আগে খাণ্ডবপ্রস্থের মায়াকে বিনষ্ট করতে হবে। এদিকে, অগ্নিদেবের একঘেয়ে ঘি খেতে খেতে অরুচি রোগ হয়েছিল। তাই তিনি দেবরাজের আহ্বানে খাণ্ডবপ্রস্থের মায়া ভক্ষণ করে অরুচি কাটালেন। খাণ্ডবারণ্যে এরপর ময়দানব তৈরি করলেন এক মায়াময় প্রাসাদ। ইন্দ্রের আশীর্বাদধন্য স্থানে সেই প্রাসাদ তৈরি হল বলে এর নামকরণ হল ইন্দ্রপ্রস্থ। এসব বহু আগের কথা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে প্রচুর জল। হাজার হাজার বছর কেটেছে। ইন্দ্রপ্রস্থের নামকরণ হয়েছে  দিল্লি। এখন রাজধানী দিল্লির নাম পরিবর্তনের পরামর্শ দিলেন  এক বিজেপি সাংসদ।

বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে দিল্লির নাম পরিবর্তন করে ‘ইন্দ্রপ্রস্থ’ রাখার দাবি জানিয়েছেন। যুক্তি হিসাবে তিনি এর ‘প্রাচীন ঐতিহ্য’র উল্লেখ করেছেন। প্রবীণ খান্ডেলওয়াল ওল্ড দিল্লি রেলস্টেশনের নাম পরিবর্তন করে ‘ইন্দ্রপ্রস্থ জংশন’ এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর’ রাখার আহ্বান জানিয়েছেন। চিঠিতে খাণ্ডেলওয়াল লিখেছেন, “দিল্লির ইতিহাস কেবল হাজার হাজার বছরের পুরনো নয়, বরং ভারতীয় সভ্যতার আত্মা ও পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত ‘ইন্দ্রপ্রস্থ’ শহরের প্রাণবন্ত ঐতিহ্যকেও মূর্ত করে তোলে।” তিনি আরও দাবি করেছেন যে ইন্দ্রপ্রস্থ নামকরণ করে দিল্লিতে পাণ্ডবদের সুবিশাল মূর্তি স্থাপন করা উচিত।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং অন্যান্য মন্ত্রীদের কাছেও এই চিঠি পাঠানো হয়েছিল। বিজেপি সাংসদ লিখেছেন, “ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে। এটি নতুন প্রজন্মকে পাণ্ডবদের নীতি, ধার্মিকতা এবং সাহসের প্রতীক হিসাবে ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দেবে। এক গৌরবময় ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।”

চিঠিতে খাণ্ডেলওয়ালার আরও সংযোজন, “দেশের অন্যান্য ঐতিহাসিক শহর, যেমন প্রয়াগরাজ, অযোধ্যা, উজ্জয়িনী, বারাণসী, তাদের প্রাচীন পরিচয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে। দিল্লিকেও তার আসল রূপ ফিরিয়ে দিয়ে সম্মান জানানো উচিত। এই পরিবর্তন কেবল একটি ঐতিহাসিক ন্যায়বিচার নয় বরং সাংস্কৃতিক নবজাগরণের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে। এটি ইতিহাস পুনরুদ্ধার করার পাশাপাশি ঐতিহাসিক ন্যায়বিচার এবং সাংস্কৃতিক সম্মানের প্রতিনিধিত্ব করবে।”

প্রসঙ্গত, গত অক্টোবরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) একই রকম দাবি জানিয়েছিল। দিল্লির সংস্কৃতিমন্ত্রী কপিল মিশ্রকে লেখা এক চিঠিতে, ভিএইচপির দিল্লি ইউনিট অনুরোধ করে যে দেশের রাজধানীর নাম, ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নয়াদিল্লি রেলস্টেশনের নাম পরিবর্তন করে শহরের ‘প্রকৃত সাংস্কৃতিক পরিচয়’ প্রতিফলিত করা হোক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ