এই মুহূর্তে

দিল্লিতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, আর্থিক টানাটানির জেরে মা-ভাই-বোনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, রইল ভিডিও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের রাজধানী দিল্লির বুকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে নিজেরই মা-ভাই ও বোনকে খুন করল এক যুবক। খুন করার পরে থানায় হাজির হয়ে নিজের দোষও কবুল করেছে ওই খুনি। ঘটনার কথা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত দে্হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ লক্ষ্মীনগর থানায় হাজির হয় যশবীর সিংহ নামের বছর পঁচিশের এক যুবক। থানায় কর্তব্যরত আধিকারিককে নির্লিপ্ত কণ্ঠে জানায়, সে মঙ্গল বাজার এলাকার বাসিন্দা। বাড়িতে মা-ভাই ও বোনকে খুন করে রেখে এসেছে। প্রথমে যশবীরের কথাকে বিশ্বাস করতে চাননি পুলিশ আধিকারিকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে অবাক হয়ে যান। নিহতরা হলেন কবিতা (৪৬), মেঘনা (২৪) ও মুকুল (১৪)। মা-ভাই ও বোনকে খুনের দায়ে ইতিমধ্যেই যশবীরকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে পুলিশকে সে জানিয়েছে, টাকা-পয়সা নিয়ে গোলমালের জেরে-ই নিজের তিন আপনজনকে খুন করেছে।

যদিও যশবীরের কথা পুরিপুরি বিশ্বাস করতে রাজি নন লক্ষ্মীনগর থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, নিহত তিন জনের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে আবুলের ছাপ-সহ নানা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। তাঁদের রিপোর্টের জন্যও অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পরিবারের তিনজনকে খুন করলেও যশবীরের কুকীর্তি পড়শিরা প্রথমে টের পাননি। পুলিশের কাছ থেকে ওই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা শুনে তাঁরা স্তম্ভিত হয়ে পড়েন। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় যেমন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনই শোকের ছায়াও নেমে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ