27ºc, Haze
Friday, 24th March, 2023 9:40 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উধাও স্বস্তি। ফের দেশে কমল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এক সপ্তাহে ২ দশমিক ৩৯৭ বিলিয়ন ডলার কমে বিদেশি মুদ্রার তহবিল দাঁড়িয়েছে ৫৬০ বিলিয়ন ডলারে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এ তথ্য পাওয়া গিয়েছে। তিন মাসের মধ্যে বিদেশি মুদ্রার তহবিল সর্বনিম্নে দাঁড়িয়েছে। তবে বিদেশি মুদ্রার তহবিল কমলেও আপাতত চিন্তার কিছু নেই বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছিল। ভাণ্ডারে মজুত ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। কিন্তু ডলারের বিপরীতে টাকার দামের পতনের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সাহায্য নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে বিদেশি মুদ্রার ভাণ্ডার। গত বছর অক্টোবরে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে গিয়ে দাঁড়িয়েছিল। বিদেশি মুদ্রার ভাঁড়ারে পড়েছিল ৫২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। নভেম্বর থেকে অবশ্য পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে।
চলতি মাসের তিন তারিখে দেশে বিদেশি মুদ্রার ভাঁড়ারে ছিল ৫৬২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে সেই ভাঁড়ার আরও কমেছে। শেষ সপ্তাহে ডলারের তুলনায় টাকার দাম শূন্য দশমিক শূন্য এক শতাংশ কমেছে। এদিন এক ডলারের মূল্য দাঁড়িয়েছিল ৮২ টাকা ৫৫ পয়সা। ডলারের তুলনায় টাকার দাম কমলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।