-273ºc,
Friday, 2nd June, 2023 4:10 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজিরবিহীন তৎপরতায় রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করার পরে তাঁকে সরকারি বাংলো থেকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে লোকসভার হাউস প্যানেল। আগামী ২৩ এপ্রিলের মধ্যে ১২ তুঘলক লেনের বাংলো খালির নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাহুল পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলো ছাড়বেন তিনি।’ সাংসদ পদ না থাকার কারণে যেখানে রাহুলকে এক মাসের মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে সাংসদ না হওয়া সত্বেও গত দুই বছরের বেশি সময় দিল্লিতে সরকারি বাংলোতে বহাল তবিয়তে রয়েছেন ‘মোদি গোলাম’ এবং গান্ধি পরিবারের কট্টর সমালোচক গুলাম নবি আজাদ।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছিল কাশ্মীরি নেতার। কংগ্রেসে থাকাকালীনই বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বোঝাপড়া করেছিলেন বলে গুলাম নবির বিরুদ্ধে অভিযোগ। সেই গোপন বোঝাপড়া ধরা পড়তেই গান্ধি পরিবারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তিনি রাজ্যসভা থেকে বিদায় নেওয়ার সময়ে বান্ধব হারানোর ব্যথায় কেঁদেও ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূর্ব পরিকল্পনামতোই বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস ছেড়ে জম্মু-কাশ্মীরে নিজের দল তৈরি করেন। সরাসরি মোদি সরকারের প্রশংসা করতে থাকেন বিভিন্ন সভায়। আর সেই মোদি ভজনার কারণে সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার দুই বছর বাদেও বহাল তবিয়তেই দিল্লির ৫ সাউথ অ্যাভিনিউ লেনের বাংলোতে রয়ে গিয়েছেন গুলাম নবি। ওই বাংলোর সামনে জনগনের করের টাকায় পুলিশের পাহারা রয়েছে। কংগ্রেসের এক নেতার কথায়, ‘মোদি-শাহরা কতটা গান্ধি পরিবারকে ঘৃণা করেন, গান্ধি পরিবার সম্পর্কে তাঁদের মনে কতটা বিষ, এই ঘটনাতেই তা প্রমাণিত।’