এই মুহূর্তে




ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

নিজস্ব প্রতিনিধি, পটনা: সরকারি চাকরির নিয়োগপত্র নিতে আসা এক মুসলিম মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রশাসনের শীর্ষ পদে থেকে তাঁর ওই আচরণ গোটা দেশেই নিন্দার মুখে পড়েছে। খোদ কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির হুমকির পরেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিরাপত্তা বাড়ানো হয়েছে নীতীশের। খোদ বিহার পুলিশের ডিজি ও এডিজি (এসএসজি) বিশেষ নজর রাখছেন নিরাপত্তা ব্যবস্থার দিকে।

বিহার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হিজাব বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। বেশ কয়েকটি উগ্র মুসলিম সংগঠন বদলা নিতে মুখ্যমন্ত্রীর উপরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আপাতত নীতীশ কুমারের ঘিরে থাকা নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে সব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগদানের আমন্ত্রণ আসছে, সেখানকার উদ্যোক্তাদের নিয়ে বিশেষ খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকি‍ৎসকদের  হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই তরুণী চিকি‍ৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন। তার পরে সবাইকে চমকে দিয়ে তরুণীর হিজাব টেনে খুলে দেন। তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান। কিন্তু মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। অথচ ওই সময়ে মঞ্চে থাকা বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে খানিকটা বিড়ম্বিত লাগছিল।

নিমিষেই নীতীশের ওই কুকীর্তির ভিডিও ভাইরাল হয়ে যায়। কংগ্রেসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘বিহারে প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি প্রকাশ্যে এমন জঘন্য কাজ করেছেন। একবার ভাবুন তো, রাজ্যে মহিলারা কতটা নিরাপদ থাকবেন?’ নীতীশের পদত্যাগের দাবি জানিয়ে লেখা হয়েছে, ‘এই লজ্জাজনক আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই জঘন্য কাজ ক্ষমার অযোগ্য।”

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার হুমকি

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

একদশক ধরে ছেলে কোমায়!‌ বাবা–মা স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন সুপ্রিম কোর্টে, আদালত কী বলল?‌

হায়দরাবাদে গানের অনুষ্ঠানে অভিনেত্রী নিধিকে চরম হেনস্থা, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ