এই মুহূর্তে




MahaKumbh: প্রয়াগরাজে জনসুনামি, প্রথম দিনেই সঙ্গমে স্নান দেড় কোটির বেশি পূণ্যার্থীর




নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: পৌষ পূর্ণিমার শুভলগ্নে সোমবার (১৩ জানুয়ারি) থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। আর মহাকুম্ভ উপলক্ষে গঙ্গার ঘাটগুলিতে আছড়ে পড়েছে জনসুনামি। শীতের প্রচণ্ড কামড় উপেক্ষা করে সকাল থেকেই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে চলেছেন দেশ-বিদেশ থেকে আসা  অসংখ্য ভক্ত। প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রথম দিনে  বিকেল পর্যন্ত গঙ্গায় ডুব দিয়েছেন দেড় কোটির মতো পূণ্যার্থী। জনস্রোতে অনেকেই পরিজন বা সঙ্গীছাড়া হয়ে পড়েছেন। মেলা পরিচালন সমিতির বিশেষ উদ্যোগে সঙ্গীছাড়া হওয়া ২৫০ জনকে পরিবার বা দলের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

প্রতি বছর কুম্ভ মেলা বসলেও প্রতি বারো বছর আয়োজিত হয় মহাকুম্ভের। আর এবারের মহাকুম্ভ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থা‍ৎ দেড় মাস। আগামিকাল মঙ্গলবারই (১৪ জানুয়ারি) মকর সংক্রান্তি। হিন্দু শাস্ত্র মতে, গ্রহদের রাজা সূর্যদেব ধনু রাশি ছেড়ে সংক্রান্তির মকর রাশিতে গমন করেন। এবারে ১৪৪ বছর বাদে বিশেষ যোগ রয়েছে। তাই মহাকুম্ভে স্নান করতে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় আছড়ে পড়তে শুরু করেছে। পৌষ পূর্ণিমার পূণ্যলগ্নে গঙ্গায় ডুব দিয়ে পাপখণ্ডন করতে অনেকেই আগেভাগে এসে এরা বেঁধেছেন প্রয়াগরাজে। এদিন সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে কার্যত জনসুনামি আছড়ে পড়েছিল।

বেলা বারোটার আগেই ৪০ লক্ষের বেশি পূণ্যার্থী সঙ্গম ঘাটে স্নান সেরেছেন। তার মধ্যে রাশিয়া, স্পেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা বেশ কয়েকজন পর্যটককেও দেখা দিয়েছে। মহাকুম্ভে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য ত‍ৎপর যোগী প্রশাসন। স্থলভাগে যেমন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তেমনই জলপথেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশপথে ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। প্রথম দিনের স্নানপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় মেলা পরিচালন সমিতি ও প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) তিনি লিখেছেন, ‘মানবতার কল্যাণ পর্ব ‘মহাকুম্ভ-২০২৫’-এ পৌষ পূর্ণিমার দিন সঙ্গমে স্নানের জন্য সমস্ত পূণ্যার্থী, সন্ন্যাসী ও কল্পবাসীকে আন্তরিক শুভেচ্ছা। প্রথম স্নান পর্বে দেড় কোটি পূণ্যার্থী এবং সনাতন ধর্মে বিশ্বাসীরা গঙ্গায় ডুব দিয়ে বিশেষ পূণ্য অর্জন করেছেন। প্রথম স্নান পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মেলা পরিচালন সমিতি, প্রশাসন থেকে সহযোগী সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পূণ্যর আশায় সবাই মহাকুম্ভে আসুন।’

 

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ঘটনায় নিহত ছেলের অঙ্গদান করে ছয়জনকে নতুন জীবন দিলেন সেনা জওয়ান

অনলাইন জুয়ায় ৮০ লক্ষ টাকা খুঁইয়ে দেনার দায়ে আত্মঘাতী দম্পতি

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

কুম্ভে না গিয়েই স্নানের পূণ্যলাভ করতে চান? আপনার ছবি ডুব দেবে ত্রিবেণী সঙ্গমে

‘৬ মাসের মধ্যেই মহিলাদের জন্য আসছে ক্যান্সারের টিকা’ সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

আচমকাই বদলে গেল সময়, লক্ষ্মীবারে কখন শপথ দিল্লির মুখ্যমন্ত্রীর?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর