27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:29 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদ আছে – টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। একটি খবরের সূত্রে সেই প্রবাদ ফের উল্লেখ করতে হল। খবর প্রধানমন্ত্রীর মোদির আয়ুস্মান ভারত প্রকল্পে দেশের নানা প্রান্তে তৈরি হাসপাতালকে কেন্দ্র করে। হাসপাতাল তৈরির জন্য মোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রতিটি হাসপাতাল অত্যাধুনিক। কিন্তু তৈরি হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। তৈরি হওয়া হাসপাতালের এক তৃতীয়াংশ রোগী শূন্য। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জাতীয় স্বাস্থ্য কমিশনের।
দরিদ্র এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষজনের জন্য প্রধানমন্ত্রী মোদির আয়ুস্মান প্রকল্পে দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি করা হয়েছিল। হাসপাতাল তৈরি করা হয় গুজরাত, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব। সব থেকে বেশি হাসপাতাল তৈরির বরাত দেওয়া হয়েছিল গুজরাতকে। মোদির গুজরাতে তৈরি করা হয় ২,৫৫২টি হাসপাতাল। দ্বিতীয়স্থানে তামিলনাড়ু। ওই রাজ্যে প্রধানমন্ত্রী আয়ুস্মান ভারত প্রকল্পে তৈরি করা হয় ১,৮৮১ টি হাসপাতাল। অন্ধপ্রদেশের এই প্রকল্পে তৈরি হওয়া হাসপাতালের সংখ্যা ১,২৯৫। রাজস্থান, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবে এই প্রকল্পে তৈরি হওয়া হাসপাতালের সংখ্যা যথাক্রমে ৬৫৮, ৪২১, ২৩৮, ১৯৭, ১৫৪, ১০৯। আর এই কটি রাজ্যে এই প্রকল্পে মোট সাড়ে সাত হাজার হাসপাতাল তৈরির কথা ছিল। বরাদ্দও করা হয়েছিল অর্থ। সেই অর্থ খরচ করা হয়েছে, না রাজ্য কোষাগারে, তা নিয়ে সুষ্পষ্ট তথ্য নেই।
আরও পড়ুন চার পা নিয়ে ভূমিষ্ঠ সন্তান