17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:09 am
নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পডুয়ারা রাতে দেখলেন প্রধানমন্ত্রী মোদির ওপর তৈরি বিবিসির তথ্যচিত্র। ক্যাম্পাসের মধ্যেই এই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তথ্যচিত্রের প্রদর্শনী হয় গত রবিবার রাতে। প্রদর্শনীর খবর পেয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারা পুলিশে অভিযোগ রুজু করেছে। তথ্যচিত্র প্রদর্শনীর খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছে এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ তাদের জানায়, ক্যাম্পাসে মোদির ওপর তৈরি তথ্যচিত্রের প্রদর্শনী হয়েছে বলে তারা খবর পেয়েছে। তথ্য়চিত্রের প্রদর্শনীর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। কোথা থেকে তারা ওই তথ্যচিত্রের লিঙ্ক পেল, সে ব্যাপারে খোঁজ নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কাছে এই ব্যাপারে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন জানিয়েছে, তারা কোনও অন্যায় করেনি। দেশটা গণতান্ত্রিক দেশ। বাক স্বাধীনতার অধিকার প্রত্যকের রয়েছে। আর যে তথ্যচিত্র দেখানো হয়েছে, সেটা অশ্লীল নয়। সেখানে এমন কোনও আপত্তিকর দৃশ্য নেই। সরকার যাকে আপত্তিকর বলছে, সেটা তাদের কাছে আপত্তিকর নয়। তাই, তারা কোনও অপরাধ করেনি।
সব মিলিয়ে কেন্দ্র রীতিমতো অস্বস্তিতে।
আরও পড়ুন মোদির ভারতে বেড়েছে বেকার, ১৬ মাসের রেকর্ড তছনছ