এই মুহূর্তে




Bank’র Savings Account-এ টাকা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল Income Tax Department

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার(NDA Government)। আর সেই সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যেই দেশের Income Tax Department আমজনতার Savings Bank Account-এ টাকা রাখা নিয়ে একগুচ্ছে নির্দেশিকা জারি করে দিল। সেই নির্দেশিকা মেনেই এবার থেকে Savings Account-এ টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে। টাকার উৎস দেখাতে না পারলে Income Tax Department যে কোনও পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে Income Tax Department বা প্রয়োজনে গ্রেফতারির পথেও তাঁরা যেতে পারেন।

এখন দেখে নেওয়া যাক Income Tax Department Bank’র Savings Account-এ টাকা রাখা নিয়ে ঠিক কোন কোন নয়া নির্দেশিকা জারি করেছে। Income Tax Department জানিয়েছে, দেশে যে কোনও Bank-এ Savings Account খোলা নিয়ে কোনও বিধিনিষেধ নেই। যে কেউ সেখানে গিয়ে Savings Account খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশজুড়ে এমন কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের একাধিক Savings Account রয়েছে বিভিন্ন Bank-এ। সেই সব Savings Account-এ যে টাকা জমা থাকে তার জন্য সুদও গুণতে হচ্ছে সেই Bank কর্তৃপক্ষকে। তা সে সরকারি হোক বা বেসরকারি। এখন Income Tax Department জানিয়ে দিয়েছে যে, এবার থেকে কোনও গ্রাহক যখন তাঁর Bank’র Savings Account-এ ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন তখন তাঁকে বাধ্যতামূলক ভাবে তাঁর Permanent Account Number বা PAN নম্বরও জমা দিতে হবে। সেই সঙ্গে এবার থেকে Bank’র Savings Account-এ দৈনিক ১ লক্ষ টাকা জমা দেওয়া যাবে। তার বেশি নয়।

তবে এই দুই নিয়মের পরেও Income Tax Department জানিয়েছে যারা নিয়মিত ভাবে Bank’র Savings Account-এ টাকা জমা দেন না তাঁরা PAN নম্বর ছাড়াই আড়াই লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা দিতে পারবেন। যারা আয়কর দেন তাঁরা একটি অর্থবর্ষে তাঁদের Bank’র Savings Account-এ সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জমা দিতে পারবেন বা গচ্ছিত রাখতে পারবেন। তবে কোনও গ্রাহক যদি কোনও একটি অর্থবর্ষে তাঁর Bank’র Savings Account-এ সর্বোচ্চ ১০ লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্ত সেই টাকা Income Tax Department’র নজরদারির আওতায় চলে আসবে। সেই ক্ষেত্রে ওই গ্রাহককে আবশ্যিক ভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে যা Income Tax Department’র আধিকারিকেরা দেখতে চাইলেই তা যেন দেখানো যায়। সেই টাকার উৎস না দেখাতে পারলে Income Tax Department কিন্তু ওই অর্থ বাজেয়াপ্ত করতে পারে। প্রয়োজনে তাঁরা গ্রেফতারির পথেও হাঁটতে পারেন। হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ