-273ºc,
Friday, 2nd June, 2023 9:04 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মোদি সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু কোনও দেশের নাম উল্লেখ না করে সরাসরি হুঙ্কার ছেড়েছেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের নাক গলানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।’
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী লিখেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য রাহুল গান্ধিকে ধন্যবাদ। কিন্তু ভারতের বিচার ব্যবস্থা কখনই বিদেশিদের প্রভাবে প্রভাবিত হবে না। ভারত কখনই নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের নাক গলানোর চেষ্টা বরদাস্ত করবে না। কেননা, প্রধানমন্ত্রীর কুর্সিতে রয়েছেন নরেন্দ্র মোদি।’
উল্লেখ্য রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন সেনেটর রো খান্না। গত মঙ্গলবার আমেরিকার বিদেশ মন্ত্রকের প্রধান উপমুখপাত্র বেদান্ত পটেলও মুখ খুলে বলেছিলেন, ‘ভারতের আদালতে রাহুল গান্ধির মামলাটি আমাদের নজরে রয়েছে। দুই দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষত মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় দায়বদ্ধ। ভারতের ক্ষেত্রে আমরা গণতন্ত্রের গুরুত্ব, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি জোর দিচ্ছি। দুই দেশেই গণতন্ত্র রক্ষায় যা জরুরি।’ যদিও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা নাকচ করে দিয়েছিলেন তিনি।