এই মুহূর্তে

আমেরিকায় প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়ে এসেও হল না শেষরক্ষা, গ্রেফতার প্রাক্তন প্রেমিক

নিজস্ব প্রতিনিধি:   প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়ে এসেছিলেন বছর ২৬-এর যুবক। তবে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা। ইন্টারপোল পুলিশ তামিলনাড়ুতে থেকে গ্রেফতার করেছে অভিযুক্তকে। যিনি আমেরিকায় তাঁর বান্ধবীকে  খুন করার পর  স্থানীয় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করার পর ভারতে পালিয়ে এসেছিলেন।

অভিযুক্ত অর্জুন শর্মা  তাঁর  প্রেমিকা  নিকিতা রাও গোদিশালা (২৭) কে  খুন করে  বলে অভিযোগ উঠেছে। যিনি মেরিল্যান্ডে বসবাসকারী একজন ভারতীয়-আমেরিকান ডেটা বিশ্লেষক ছিলেন। খুনের পর, অর্জুন শর্মা হাওয়ার্ড কাউন্টি পুলিশের কাছে গিয়ে দাবি করেছেন যে নববর্ষের আগের দিন থেকেই নিকিতা  নিখোঁজ হয়েছিলেন। তদন্তকারীরা পরে জানতে পারেন যে শর্মা যেদিন নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন, সেদিনই তিনি ভারতে যাওয়ার জন্য বিমান সফর করেন। মেরিল্যান্ডের কলম্বিয়ার টুইন রিভারস রোডে অর্জুন শর্মার বাসভবনের জন্য তল্লাশি চালানোর পর পুলিশ অ্যাপার্টমেন্টের ভিতরে গোদিশালার মৃতদেহ খুঁজে পায়। তার পরেই অর্জুন শর্মার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। মার্কিন ফেডারেল সংস্থাগুলি দেশ থেকে পালিয়ে যাওয়ার অর্জুন শর্মাকে খুঁজে বের করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তাকে তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়। তাকে আমেরিকায় ফেরানো হবে বলেই সূত্রের খবর।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে মৃত তরুণীর শরীরে একাধিক ছুরির  আঘাতের ক্ষত ছিল। মৃতদেহ উদ্ধারের পর, হাওয়ার্ড কাউন্টি পুলিশ শর্মার বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অপরাধের পিছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। মেরিল্যান্ডের এলিকট সিটিতে বসবাসকারী নিকিতা গত বছরের ফেব্রুয়ারি থেকে ভেদা হেলথ-এ ডেটা এবং স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার পর আমেরিকার থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।


 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ